নয়াদিল্লি, 7 অগস্ট: ফের কি বাড়তে চলেছে মোবাইল রিচার্জের খরচ ? বাড়তি চাপ পড়তে চলেছে আমার, আপনার পকেটে ? এই প্রশ্ন উঠছে, কারণ ভারতে টেলিকম পরিষেবা প্রদানকারী অন্যতম সংস্থা ভোডাফোন-আইডিয়া নিয়মিত ব্যবধানে মাশুল বৃদ্ধির পক্ষে সওয়াল করেছে(Vodafone Idea says industry needs tariff increases at regular intervals)৷
ভোডাফোন গ্রুপ ও আদিত্য বিড়লা গোষ্ঠীর যৌথ মালিকানাধীন ভোডাফোন-আইডিয়ার টেলিকম ব্যবসা ভারতে বর্তমানে লোকসানে চলছে ৷ এই প্রেক্ষিতে টেলিকম সংস্থাটির এই মন্তব্য, মোবাইল ব্যবহারের খরচ বৃদ্ধির আগাম বার্তা কিনা তা নিয়ে জল্পনা বেড়েছে ৷