পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vodafone Idea Tariff: নিয়মিত ব্যবধানে মাশুল বৃদ্ধির পক্ষে সওয়াল ভোডাফোন-আইডিয়া'র

গত বছরই মোবাইল রিচার্জের খরচ বাড়িয়েছিল টেলিকম সংস্থাগুলি ৷ এবার নিয়মিত ব্যবধানে এই মাশুল বৃদ্ধির পক্ষে সওয়াল করেছে ভোডাফোন-আইডিয়া (Vodafone Idea Tariff) ৷

Vodafone Idea Tariff
মাশুল বৃদ্ধির পক্ষে সওয়াল ভোডাফোন আইডিয়ার

By

Published : Aug 7, 2022, 11:04 PM IST

নয়াদিল্লি, 7 অগস্ট: ফের কি বাড়তে চলেছে মোবাইল রিচার্জের খরচ ? বাড়তি চাপ পড়তে চলেছে আমার, আপনার পকেটে ? এই প্রশ্ন উঠছে, কারণ ভারতে টেলিকম পরিষেবা প্রদানকারী অন্যতম সংস্থা ভোডাফোন-আইডিয়া নিয়মিত ব্যবধানে মাশুল বৃদ্ধির পক্ষে সওয়াল করেছে(Vodafone Idea says industry needs tariff increases at regular intervals)৷

ভোডাফোন গ্রুপ ও আদিত্য বিড়লা গোষ্ঠীর যৌথ মালিকানাধীন ভোডাফোন-আইডিয়ার টেলিকম ব্যবসা ভারতে বর্তমানে লোকসানে চলছে ৷ এই প্রেক্ষিতে টেলিকম সংস্থাটির এই মন্তব্য, মোবাইল ব্যবহারের খরচ বৃদ্ধির আগাম বার্তা কিনা তা নিয়ে জল্পনা বেড়েছে ৷

আরও পড়ুন: 45 মিনিট অপেক্ষা করেও আসেনি বাস, বিমান থেকে নেমে হাঁটা লাগালেন যাত্রীরা

বার্ষিক রিপোর্টে সংস্থাটির দাবি, ভারতে মোবাইল ব্যবহারের খরচ অনেক কম, তাই নিয়মিত ব্যবধানে এর পুনর্বিন্যাস হওয়া উচিত ৷ এর ফলে একদিকে যেমন পরিকাঠামো উন্নয়ন হবে তেমনই ধুঁকতে থাকা টেলিকম সংস্থাগুলির আর্থিক মুনাফাও হবে ৷ উল্লেখ্য, গত বছরই টেলিকম পরিষেবার ক্ষেত্রে রিচার্জের খরচ বাড়িয়েছিল ভোডাফোন-আইডিয়া, জিও, এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলি ৷ ভোডাফোন-আইডিয়া'র দাবি, এই মাশুল বৃদ্ধির পরেও লোকসানই হচ্ছে তাদের, তাই ট্যারিফ বৃদ্ধির প্রয়োজন ৷

ABOUT THE AUTHOR

...view details