পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vladimir Putin Congratulate India: চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ ভারতের, অভিনন্দন জানিয়ে বার্তা পুতিনের - ভারত

ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে, রাষ্ট্রপতি পুতিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ভারতীয় মহাকাশ অনুসন্ধান চন্দ্রযান-3-এর সফল অবতরণের জন্য অভিনন্দন জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদও অভিনন্দন জানিয়েছেন ভারতকে ৷

Etv Bharat
অভিনন্দন জানিয়ে বার্তা পুতিনের

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 11:03 PM IST

মস্কো/দুবাই, 23 অগস্ট:বুধবার চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-3-এর সফল অবতরণের পর ভারতকে অভিনন্দন জানালেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ৷ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন পুতিন ৷ একইসঙ্গে, সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদও অভিনন্দন জানিয়েছেন ভারতকে ৷ অভিনন্দন বার্তায় পুতিন জানিয়েছেন, ঐতিহাসিক ঘটনা ভারতের চিত্তাকর্ষকতার প্রমাণ। বৈজ্ঞানিক-প্রযুক্তিগত ক্ষেত্রে অগ্রগতিরও স্বাক্ষর।

এদিন ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে, রাষ্ট্রপতি পুতিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-3-এর সফল অবতরণের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুতিন তাঁর বার্তায় বলেছেন, "দক্ষিণ মেরুর কাছে চাঁদে ভারতের চন্দ্রযান-3 মহাকাশ অনুসন্ধানের সফল অবতরণের জন্য আমার আন্তরিক অভিনন্দন। মহাকাশ অনুসন্ধানে এটি একটি বড় পদক্ষেপ ৷ অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের চিত্তাকর্ষক অগ্রগতিরও প্রমাণ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নেতৃত্ব এবং কর্মীদের নতুন সাফল্যের জন্য আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ৷"

অন্যদিকে আমিরশাহীর ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণকারী প্রথম দেশ হওয়ার জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন। টুইট করে তিনি লিখেছেন, "চাঁদে সফল অবতরণের জন্য ভারতে আমাদের বন্ধু দেশকে অভিনন্দন। কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে ভারত ইতিহাস তৈরি করে চলেছে ৷"

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহাল চন্দ্রযান-3-এর সাফল্যের জন্য ভারতকে এদিন অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইট করে লিখেছেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং ভারতের ইসরো দলকে আজ চাঁদের পৃষ্ঠে চন্দ্রযান-3 সফল অবতরণ এবং বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তিতে একটি ঐতিহাসিক সাফল্য প্রকাশের জন্য অভিনন্দন জানাচ্ছি ৷"

পাশাপাশি ব্রিটিশ পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, "চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণের জন্য ভারতকে অভিনন্দন। ভারতীয় জনগণের একটি অসাধারণ অর্জন ৷" ইতিহাস সৃষ্টির জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ। তিনিও টুইট করে লিখেছেন, "ভারত ইতিহাস সৃষ্টি করেছে ৷ দক্ষিণ এশিয় জাতি এবং প্রতিবেশী হিসেবে, আমরা চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান-3-এর সফল অবতরণে গর্বিত। এটি সমস্ত মানবতার জন্য একটি সাফল্য ৷"

আরও পড়ুন: চাঁদ ছুঁল চন্দ্রযান, ইতিহাসে ভারত 'বিক্রম'

এদিন সন্ধ্যা ছ'টার কিছু পরই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান-3-এর ল্যান্ডার বিক্রম ৷ চার বছরে দ্বিতীয় প্রচেষ্টায় চাঁদে এই অবতরণের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং রাশিয়ার পর ভারত চতুর্থ দেশ যে চন্দ্রপৃষ্ঠে সফট-ল্যান্ডিং প্রযুক্তি আয়ত্ত করেছে। একই সঙ্গে, প্রথম কোনও দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ল্যান্ডিং করতে সফল হল ৷

ABOUT THE AUTHOR

...view details