মস্কো/দুবাই, 23 অগস্ট:বুধবার চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-3-এর সফল অবতরণের পর ভারতকে অভিনন্দন জানালেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ৷ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন পুতিন ৷ একইসঙ্গে, সংযুক্ত আরব আমিরশাহির ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদও অভিনন্দন জানিয়েছেন ভারতকে ৷ অভিনন্দন বার্তায় পুতিন জানিয়েছেন, ঐতিহাসিক ঘটনা ভারতের চিত্তাকর্ষকতার প্রমাণ। বৈজ্ঞানিক-প্রযুক্তিগত ক্ষেত্রে অগ্রগতিরও স্বাক্ষর।
এদিন ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে, রাষ্ট্রপতি পুতিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-3-এর সফল অবতরণের জন্য অভিনন্দন জানিয়েছেন। পুতিন তাঁর বার্তায় বলেছেন, "দক্ষিণ মেরুর কাছে চাঁদে ভারতের চন্দ্রযান-3 মহাকাশ অনুসন্ধানের সফল অবতরণের জন্য আমার আন্তরিক অভিনন্দন। মহাকাশ অনুসন্ধানে এটি একটি বড় পদক্ষেপ ৷ অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের চিত্তাকর্ষক অগ্রগতিরও প্রমাণ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নেতৃত্ব এবং কর্মীদের নতুন সাফল্যের জন্য আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ৷"
অন্যদিকে আমিরশাহীর ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুম চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণকারী প্রথম দেশ হওয়ার জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন। টুইট করে তিনি লিখেছেন, "চাঁদে সফল অবতরণের জন্য ভারতে আমাদের বন্ধু দেশকে অভিনন্দন। কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে ভারত ইতিহাস তৈরি করে চলেছে ৷"