পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vladimir Putin Dials PM Modi: 'সম্মেলনে না-আসলেও যোগাযোগ থাকবে', মোদিকে ফোন পুতিনের

আগামী 8 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত নয়াদিল্লিতে বসছে জি20 শীর্ষ সম্মেলন ৷ জি20 অন্তর্ভুক্ত সকল রাষ্ট্রপ্রধানরা সেই সম্মেলনে যোগ দিতে ভারতে এলেও রুশ প্রেসিডেন্ট পুতিন আসছেন না ৷ প্রধানমন্ত্রী মোদিকে আগেই জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন ৷ এদিন সরাসরি মোদিকে ফোন করলেন তিনি ৷

Etv Bharat
মোদিকে ফোন পুতিন

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 8:30 PM IST

Updated : Aug 28, 2023, 11:06 PM IST

নয়াদিল্লি, 28 অগস্ট:সামনেই জি20 সম্মেলন ৷ তার আগেই অবশ্য মস্কোর তরফে জানিয়ে দেওয়া হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে অপারগ ৷ সে কথা জানাতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বললেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে জানানো হয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার ইস্যুতে যাবতীয় অগ্রগতির পর্যালোচনা যেমন করেছেন, তেমনই জোহানেসবার্গে সদ্যসমাপ্ত ব্রিকস শীর্ষ সম্মেলন-সহ পারস্পরিক বিভিন্ন বিষয়ে মত বিনিময়ও করেছেন।

আগামী 8 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত নয়াদিল্লিতে বসছে জি20 শীর্ষ সম্মেলন ৷ জি20 অন্তর্ভুক্ত সকল রাষ্ট্রপ্রধানরা সেই সম্মেলনে যোগ দিতে ভারতে এলেও রুশ প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদিকে আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি আসতে পারছেন না ৷ মনে করা হচ্ছে, যেহেতু ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে বিশ্বজুড়ে, সেকারণেই তিনি ভারতে আসতে পারছেন না ৷ তবে মস্কোর তরফে ভারতকে জানিয়ে দেওয়া হয়েছিল, রাশিয়ার হয়ে জি-20 শীর্ষ বৈঠকে প্রতিনিধিত্ব করবেন সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ৷

এরপর এদিন সরাসরি প্রধানমন্ত্রী মোদিকে ফোন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ এদিন বেশ খানিক সময় পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁরা উভয়েই দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে অগ্রগতি নিয়ে নিজেদের মধ্য়ে পর্যালোচনা করেছেন বলে জানা গিয়েছে ৷ ফোনে প্রধানমন্ত্রী মোদি ভারতের জি20-র অধীনে সমস্ত উদ্যোগে রাশিয়ার ধারাবাহিক সমর্থনের জন্য পুতিনকেও ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে, প্রধানমন্ত্রী সচিবালয়ের তরফে জানানো হয়েছে, দুই নেতা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে রাজি হয়েছেন। 2023 সালে জি20 শীর্ষ সম্মেলনে ভারত সভাপতিত্ব করছে ৷

আরও পড়ুন: অমৃতকালে 51 হাজার ‘অমৃত রক্ষক’কে নিয়োগপত্র বিলি প্রধানমন্ত্রী মোদির

দিল্লিতে তিন দিনের শীর্ষ সম্মেলন বসছে আগামী মাসেই ৷ উদ্দেশ্য বৈচিত্র্যময় অর্থনৈতিক সংস্কারের বিষয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য জি-20 সদস্য দেশগুলি-সহ অতিথি দেশগুলিকে একত্রিত করা ৷ জি-20 সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার দিল্লিতে বিশ্ব ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বিজনেস-20 (বি20) সামিটে বক্তব্য রাখেন ৷ আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুর্কি, যুক্তরাজ্য-সহ 19টি দেশ নিয়ে গঠিত এই জি-20। 15 তম ব্রিকস সম্মেলনে যোগদানের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিন দিনের সরকারি সফরে গিয়ে ছিলেন ৷ পুতিন ভার্চুয়ালি এই সামিটে যোগ দিয়েছিলেন।

Last Updated : Aug 28, 2023, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details