নয়াদিল্লি, 7 জুলাই: মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো-র ভারতের দুই ডিরেক্টর দেশ ছেড়েছেন, এমনটাই সন্দেহ করা হচ্ছে ৷ সূত্রে জানা গিয়েছে, চিনের এই সংস্থাটির বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে ৷ সেই তদন্তে নেমে সংস্থাটির 44টি শাখায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ৷ এরপর বুধবার দুই ডিরেক্টর ঝেনশেং উ (Zhengshen Ou) এবং ঝাং জি (Zhang Jie) দেশ ছেড়েছেন বলে মনে করা হচ্ছে (Vivo India two directors leave country as ED intensifies money laundering probe, says source) ৷
বুধবার ভারতে চিনের দূতাবাসের মুখপাত্র ওয়াং জিয়াজিয়ং (Wang Xiaojian) আর্থিক প্রতারণা এবং ইডি-তল্লাশি প্রসঙ্গে জানিয়েছেন, চিন সরকার সবসময় চিনের কোম্পানিগুলিকে অন্য দেশের নিয়ম, আইন মেনে চলতে নির্দেশ দেয় ৷ পাশাপাশি চিনের কোম্পানিকেও তাদের যোগ্য অধিকার রক্ষার্থে সমর্থন করবে চিন সরকার ৷
তবে চিন ভারত সরকারের এই তদন্তে বিরক্তি প্রকাশ করেছে ৷ চিন দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে চিনের কোম্পানিগুলিতে এত ঘন ঘন তদন্তে সাধারণ ব্যবসায়িক কাজকর্মের ব্যাঘাত ঘটছে ৷ কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে ৷ তাছাড়া ভারতে ব্যবসায়িক পরিবেশের উন্নতিতেও বাধা সৃষ্টি করছে ৷ এতে চিন-সহ অন্য দেশগুলিও ভারতে ব্যবসা করার আগ্রহ এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে ৷