পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Genocide Museum by Vivek Agnihotri : ভোপালে কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা নিয়ে জাদুঘর তৈরির প্রস্তাব বিবেক অগ্নিহোত্রির - Agnihotri joins MP CM Shivraj Chouhan for sapling plantation

কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচার এবং বিতারণের তথ্য নিয়ে একটি জাদুঘর তৈরির প্রস্তাব দিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রি (Vivek Agnihotri Suggests Genocide Museum on Kashmir in Bhopal) ৷ মধ্যপ্রদেশে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বানের কাছে এই প্রস্তাব পেশ করেছেন তিনি ৷

Vivek Agnihotri Suggests Genocide Museum on Kashmir in Bhopal
Vivek Agnihotri Suggests Genocide Museum on Kashmir in Bhopal

By

Published : Mar 26, 2022, 1:21 PM IST

ভোপাল, 26 মার্চ : মধ্যপ্রদেশের ভোপালে ‘গণহত্যা নিয়ে জাদুঘর’ তৈরির প্রস্তাব দিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রি (Vivek Agnihotri Suggests Genocide Museum on Kashmir in Bhopal) ৷ আর তাঁর এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান ৷ পাশাপাশি, মধ্যপ্রদেশে বসবাসকারী কাশ্মীরী পণ্ডিত কমিউনিটির তরফেও তাঁকে এ নিয়ে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে ৷ ভোপালে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিতে যান বিবেক অগ্নিহোত্রি ৷ সেখানেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বানকে এই প্রস্তাব দেন তিনি ৷

জানা গিয়েছে, বিবেক অগ্নিহোত্রি মুখ্যমন্ত্রী শিবরাজের কাছে একটি জাদুঘর তৈরির প্রস্তাব রাখেন ৷ সেখানেই শিবরাজ সিং চৌহ্বানের তরফে তাঁকে জানানো হয়, মধ্যপ্রদেশ সরকার তাঁর সঙ্গে সবসময় রয়েছে (MP CM Shivraj Chouhan Gives Full Support to Vivek Agnihotri for His Genocide Museum) ৷ আর তাঁকে পূর্ণাঙ্গ পরিকল্পনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে অনুরোধ করেছেন ৷ শিবরাজ সিং চৌহ্বান বলেন, ‘‘কাশ্মীর থেকে বিতাড়িত পণ্ডিতদের কষ্ট সমগ্র বিশ্ব জানে ৷ আমাদের সরকার সকল প্রকার সুযোগ এবং প্রয়োজনীয় সাহায্য করবে গণহত্যার জাদুঘর তৈরি করতে ৷’’

আরও পড়ুন : The Kashmir Files in 200 Cr Club : 200 কোটির ক্লাবে 'দ্য কাশ্মীর ফাইলস'

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ওই জাদুঘরে 1990 সালে কাশ্মীর থেকে পণ্ডিতদের বিতারণ এবং হত্যা-সহ একাধিক বিষয়ে নথি রাখা থাকবে ৷ ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায় এই বিষয়টি তুলে ধরা হয়েছে ৷ এমনকি একাধিক রাজ্য সরকার এই সিনেমাটি দেখানোর ক্ষেত্রে সম্পূর্ণ করছাড় দিয়েছে ৷ এমনকি সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে ৷ ইতিমধ্যে 200 কোটির বেশি ব্যবসা করে ফেলেছে সিনেমাটি ৷

আরও পড়ুন : Uttarakhand Files on Cards : ‘দ্য কাশ্মীর ফাইলস'-এর আদলে এবার পরিচালক অভিষেক ভাটের 'উত্তরাখণ্ড ফাইলস'

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details