নয়াদিল্লি, 31 জানুয়ারি: দেশের রাজধানী নয়াদিল্লিতে বসে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Jagan Mohan Reddy) ৷ মঙ্গলবার অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি ঘোষণা করেছেন এই রাজ্যের নতুন রাজধানী হতে চলেছে বিশাখাপত্তনম (ভাইজ্যাক) ৷ এদিন এই বড় ঘোষণা করে জগনমোহন বলেন, "আমি আপনাদের সকলকে বিশাখাপত্তনমে আমন্ত্রণ জানাচ্ছি ৷ আগামী দিনে এই শহরই আমাদের রাজধানী হতে চলেছে ৷ আমিও আগামী কয়েক মাসের মধ্যে বিশাখাপত্তনমে চলে যাব ৷"
অন্ধ্রপ্রদেশ সরকারের উদ্যোগে আগামী 3 ও 4 মার্চ বিশাখাপত্তনমে বসতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন ৷ এই সংক্রান্ত এক সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে এদিন এই ঘোষণা করেছেন জগনমোহন রেড্ডি ৷ দেশ-বিদেশের শিল্পপতিদের বিশাখাপত্তনমের সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয়েছিল নতুন রাজ্য তেলাঙ্গানা ৷ নতুন এই রাজ্যের রাজধানী হয় হায়দরাবাদ ৷ নতুন রাজধানী তৈরি না-হওয়া পর্যন্ত সরকারিভাবে হায়দরাবাদ ছিল অন্ধ্রেরও রাজধানী ৷ তবে এতদিন অন্ধ্রের সরকার পরিচালিত হত অমরাবতী থেকে ৷ এবার এই রাজ্যের রাজধানী হতে চলেছে বিশাখাপত্তনম (Visakhapatnam to be the new capital of Andhra) ৷