পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদি সরকারের কোভিড মোকাবিলা কমিটি থেকে পদত্যাগ ভাইরোলজিস্ট শাহিদ জামিলের

শেষমেশ কেন্দ্রীয় সরকারের বৈজ্ঞানিক পরামর্শ কমিটি থেকে নিজেকে সরিয়ে নিলেন প্রবীণ ভাইরোলজিস্ট শাহিদ জামিল ৷ কিছু দিন আগে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্য়মে কোভিড-19 পরিস্থিতি সামলানো নিয়ে কেন্দ্রের জোর সমালোচনা করে একটি প্রবন্ধ লেখেন ৷ তার পর শুক্রবার কমিটি থেকে পদত্যাগ করেন ৷

By

Published : May 17, 2021, 9:29 AM IST

প্রবীণ ভাইরোলজিস্ট শাহিদ জামিল
প্রবীণ ভাইরোলজিস্ট শাহিদ জামিল

নিউ দিল্লি, 17 মে : প্রবীণ ভাইরোলজিস্ট শাহিদ জামিল কেন্দ্রীয় সরকারের বৈজ্ঞানিক পরামর্শদাতার কমিটি থেকে পদত্যাগ করলেন ৷ "আইএনএসএসিওজি " নামে এই ফোরাম থেকে বেরিয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, "এটা সত্যি ৷ আমার আর কিছু বলার নেই ৷"

শুক্রবার এই ফোরাম ছেড়ে বেরিয়ে আসার পর একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, "আমি কোনও কারণ জানাতে বাধ্য নই ৷"

সম্প্রতি "দ্য নিউ ইয়র্ক টাইমস"-এ একটি প্রবন্ধ লেখেন ৷ সেখানে উল্লেখ করেন ভারতে বিজ্ঞানীরা "প্রমাণ নির্ভর নীতি প্রণয়নের ক্ষেত্রে একগুঁয়ে সাড়া"-র মুখোমুখি হচ্ছেন ৷ দেশে কোভিড-19 সামলানোর ক্ষেত্রে প্রাথমিক পরীক্ষা, ধীরগতির ভ্যাকসিনেশন, ভ্যাকসিনের অভাব আর অপেক্ষাকৃত বড়সড় স্বাস্থ্য পরিকাঠামো প্রয়োজন ৷

আরো পড়ুন : নিয়ম মেনে বৈদিক মন্ত্রোচ্চারণে খুলল কেদারনাথ মন্দিরের দরজা

এমনকি তথ্য সংক্রান্ত প্রক্রিয়াতেও ঢিলেমি চলছে বলে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "30 এপ্রিল, 800-র বেশি ভারতীয় বিজ্ঞানী প্রধানমন্ত্রীর কাছে আরো বেশি তথ্যের প্রয়োজনের কথা জানিয়েছিল ৷ যা তাদের ফের গবেষণায় সাহায্য করবে, আগামী দিনের আভাস দিতে পারবেন, ভাইরাসের সংক্রমণ কমাতে পারবেন ৷"

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই মাসের শুরুতে একটি খবরে প্রকাশ করে, ডাঃ জামিলের আইএনএসএসিওজি, ভারতের সার্স-কোভ-2 জেনেটিক সংগঠন মার্চের শুরুতেই সরকারকে সতর্ক করেছিল যে একটা নতুন আর আরো বেশি সংক্রমণের ক্ষমতাসম্পন্ন করোনাভাইরাসের ভ্যারিয়ান্ট দেশে ছড়িয়ে পড়েছে ৷

আর প্রমাণিত যে, সেই ভ্যারিয়ান্ট বি.1.617-এর জন্যই দেশের এই ভয়ানক অবস্থা ৷

সরকার তাঁর কথা শুনল না কেন, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, তিনি বুঝেছিলেন সরকার যতটা দরকার, ততটা মন দিয়ে শুনছে না তাঁদের কথা ৷ প্রমাণের উপর ভিত্তি করে নীতি তৈরি করছে না ৷

ABOUT THE AUTHOR

...view details