লন্ডন, 11 জুলাই: টেস্ট হোক বা টি-20 । ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত কথা বলেনি বিরাট-ব্যাট । সমর্থকদের আশা ছিল, ওয়ান-ডে থেকেই ফর্মে ফিরবেন কোহলি । মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড ওয়ান-ডে সিরিজ । তার আগেই ভারতীয় শিবিরে খারাপ খবর । চোট পেয়ে প্রথম ওয়ান ডে ম্যাচ থেকে সম্ভবত ছিটকে যেতে বসেছেন বিরাট কোহলি (Virat Kohli likely to miss 1st ODI due to injury) ।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, তৃতীয় টি-20 খেলতে গিয়েই কুঁচকিতে চোট লেগেছে । ফলে পরের ম্যাচে নীল জার্সিতে তাঁকে আর দেখা নাও যেতে পারে । তারপরেই গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেটমহলে ।