পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Violence in Kanpur : রাষ্ট্রপতির সফরের আগে উত্তপ্ত কানপুর, গোষ্ঠী সংঘর্ষে ছড়াল হিংসা - কানপুরে ছড়াল হিংসা

পুলিশ সূত্রে খবর, এক বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এদিন সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে (Violence in Kanpur) ৷

kanpur violence updates
রাষ্ট্রপতির সফরের আগে উত্তপ্ত কানপুর

By

Published : Jun 3, 2022, 5:55 PM IST

Updated : Jun 3, 2022, 6:25 PM IST

কানপুর, 3 জুন: রাষ্ট্রপতির সফরের আগে শুক্রবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের কানপুর (Violence in Kanpur ahead of President visit) ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শহরের সার্কিট হাউসে পৌঁছনোর আগেই শহরে হিংসা ছড়ায় বলে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, এক বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এদিন সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে ৷ বিজেপি মুখপাত্র নূপুর শর্মা 'মহম্মদ'কে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন, তাকে কেন্দ্র করেই এদিন হিংসা ছড়ায় ওই এলাকায় ৷

উল্লেখ্য, বর্তমানে কানপুরে সফরে রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই ভিভিআইপি সফরের মাঝেই এদিন হিংসা ছড়াল এই শহরে ৷ এই ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে নবীন মার্কেট, পরেড, মেস্টন রোড এলাকার দোকানপাট ৷

রাষ্ট্রপতির সফরের আগে উত্তপ্ত কানপুর

আরও পড়ুন :উপত্যকায় একের পর এক খুন, আতঙ্কে জম্মু পালাচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষে কমপক্ষে 6 জন আহত হয়েছেন ৷ চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ ঘটনার একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে পরস্পরের দিকে পাথর, বোমা ছুড়ছে দু'পক্ষ ৷ গুলি চালানো হয় বলেও জানা গিয়েছে ৷

Last Updated : Jun 3, 2022, 6:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details