হিউস্টন, 3 মে: সুন্দর পিচাই, সত্য নাদেলার পর এবার ভারতকে সাহায্য করতে এগিয়ে এলেন ভারতীয়-আমেরিকান ব্যবসায়ী বিনোদ খোসলা ৷ ভারতে অক্সিজেন সরবরাহের পরিমাণ পর্যাপ্ত করতে তিনি 10 মিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়েছেন ৷
রবিবার টুইটে তিনি জানান, "@গিভইন্ডিয়ার জন্য এটা যথেষ্ট নয় ৷ প্রতিদিন হাসপাতাল আর নন-প্রফিট সংস্থাগুলির কাছ থেকে 20,000 অক্সিজেন কনসেনট্রেটর, 15000 সিলিন্ডার, 500 আইসিইউ বেড, 100 ভেন্টিলেটর, 10000 কোভিড বেড চাওয়া হচ্ছে এই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে ৷ আমাদের আরও তাড়াতাড়ি আরও অনেক কিছু করতে হবে ৷"