চিত্রদুর্গ (কর্ণাটক), 16 মে:কংগ্রেস জিতেছে, তাইবিদ্যুতের বিল মেটাবেন না গ্রামবাসী ৷ অন্যদেরও বিলের টাকা দিতে বারণ করছে তারা ৷ নির্বাচনের আগে দল মানুষকে কথা দিয়েছিল, ক্ষমতায় এলে বিদ্যুতের বিল দিতে হবে না ৷ তাই আর বিদ্যুতের বিল দিতে রাজি নয় চিত্রদুর্গ গ্রামের বাসিন্দারা ৷ কর্ণাটকে কংগ্রেসের মন্ত্রী কে হবেন ? এই প্রশ্নের মাঝে এমন একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ৷ কর্ণাটকে প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া- কে কাকে টপকাবেন, তা নিয়ে দেশে জোর চর্চা চলছে ৷ সূত্রে জানা গিয়েছে, জয়ী কংগ্রেস বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সরকার গড়তে পারে ৷ এ সুযোগ হাতছাড়া করেনি বিজেপি ৷
বিজেপি ধরাশায়ী হতেই গ্রামের বাসিন্দারা মনে করছে, তাহলে আর বিদ্যুতের বিল মেটানোর দরকার নেই ৷ আর তা জাতীয় দলটি সরকার গড়ার আগে থাকতেই ৷ চিত্রদুর্গের জালিকাট্টিতে মানুষ বিদ্যুতের বিলের টাকা মেটাতে সাফ অস্বীকার করছে ৷ ভাইরাল ভিডিয়োয় তা দেখা যাচ্ছে ৷ বিলের টাকা সংগ্রহ করতে আসা মানুষদের তা জানিয়ে দিয়েছে স্থানীয়রা ৷ কংগ্রেস আশ্বাস দিয়েছে, ক্ষমতায় এলে বিদ্যুতের জন্য কোনও টাকা দিতে হবে না ৷ তাই আর কোনও টাকা নয় ৷