পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnataka Electricity Bill: বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি কংগ্রেসের, বিল দিতে নারাজ গ্রামবাসী - Karnataka Congress Government

কর্ণাটকে 224টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 135টি আসন পেয়ে জয়ী হয়েছে কংগ্রেস ৷ এরপরেই রাজ্যের একটি গ্রামের বাসিন্দারা বিদ্যুতের বিল দিতে অস্বীকার করেছে ৷ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় সেই দৃশ্য ধরা পড়েছে ৷ এদিকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে ? তা এখনও ঠিক হয়নি ৷

Karnataka Congress
কর্ণাটকে কংগ্রেসের জয়

By

Published : May 16, 2023, 11:56 AM IST

চিত্রদুর্গ (কর্ণাটক), 16 মে:কংগ্রেস জিতেছে, তাইবিদ্যুতের বিল মেটাবেন না গ্রামবাসী ৷ অন্যদেরও বিলের টাকা দিতে বারণ করছে তারা ৷ নির্বাচনের আগে দল মানুষকে কথা দিয়েছিল, ক্ষমতায় এলে বিদ্যুতের বিল দিতে হবে না ৷ তাই আর বিদ্যুতের বিল দিতে রাজি নয় চিত্রদুর্গ গ্রামের বাসিন্দারা ৷ কর্ণাটকে কংগ্রেসের মন্ত্রী কে হবেন ? এই প্রশ্নের মাঝে এমন একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ৷ কর্ণাটকে প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া- কে কাকে টপকাবেন, তা নিয়ে দেশে জোর চর্চা চলছে ৷ সূত্রে জানা গিয়েছে, জয়ী কংগ্রেস বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সরকার গড়তে পারে ৷ এ সুযোগ হাতছাড়া করেনি বিজেপি ৷

বিজেপি ধরাশায়ী হতেই গ্রামের বাসিন্দারা মনে করছে, তাহলে আর বিদ্যুতের বিল মেটানোর দরকার নেই ৷ আর তা জাতীয় দলটি সরকার গড়ার আগে থাকতেই ৷ চিত্রদুর্গের জালিকাট্টিতে মানুষ বিদ্যুতের বিলের টাকা মেটাতে সাফ অস্বীকার করছে ৷ ভাইরাল ভিডিয়োয় তা দেখা যাচ্ছে ৷ বিলের টাকা সংগ্রহ করতে আসা মানুষদের তা জানিয়ে দিয়েছে স্থানীয়রা ৷ কংগ্রেস আশ্বাস দিয়েছে, ক্ষমতায় এলে বিদ্যুতের জন্য কোনও টাকা দিতে হবে না ৷ তাই আর কোনও টাকা নয় ৷

এদিকে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা জানাচ্ছে, কংগ্রেস সরকার গড়লে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে ৷ তাদের কাছে এখনও সেই নির্দেশ আসেনি ৷ এটা গ্রামের বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করছেন তাঁরা ৷ তবে বাসিন্দারা নাছোড়, বিলের টাকা দেবেন না ৷

ইতিমধ্যে এ নিয়ে রাজনীতির মাঠে নেমে পড়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি কংগ্রেসকে কটাক্ষ করে টুইট করেন, চিত্রদুর্গে গ্রামের লোকজন বিদ্যুতের বিল দিতে অস্বীকার করছে ৷ অন্যদেরও বিল না-দিতে চাপ দিচ্ছে ৷ তারা বিল সংগ্রহকারীদের বলছে, কংগ্রেস ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব বিনামূল্যে বিদ্যুত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ৷ মালব্য এরপর লেখেন, "যাও এবার ওদের (কংগ্রেস) কাছ থেকে বিলের দাম নিয়ে নাও ৷ কংগ্রেস যদি দ্রুত মুখ্যমন্ত্রী ঠিক না করে, তাহলে চারদিকে শোরগোল পড়ে যাবে ৷" নির্বাচনের আগে কংগ্রেস কর্ণাটকের বাসিন্দাদের যে প্রতিশ্রুতি দিয়েছে, তাতে রাজকোষে অতিরিক্ত 58 হাজার টাকার বোঝা বাড়বে বলে মনে করা হচ্ছে ৷ অন্যদিকে বিজেপির দেওয়া দু'টি প্রধান শর্তের জন্য 12 হাজার কোটির ঘাটতি হতে পারত ৷

আরও পড়ুন: তাঁর নেতৃত্বেই 135 আসন জয়, দাবি শিবকুমারের; দিল্লি পৌঁছলেন সিদ্দারামাইয়াও

ABOUT THE AUTHOR

...view details