পটনা, 06 জানুয়ারি: এমন একটা ঘটনা যা সম্ভবত আগে কখনও কোথাও হয়নি। অথচ সেই ঘটনার সাক্ষী থাকল বিহারের শাহজাহানপুর। সেখানকার বাসিন্দারা মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার বদলে সটান হাজির হলেন ব্যাঙ্কে। মৃতের অ্যাকাউন্টে যে টাকা আছে তা তোলার দাবিতে মৃতদেহ নিয়ে হাজির হয়েছিলেন তাঁরা।
স্থানীয়দের তরফে জানা গিয়েছে যে সেখানে মহেশ যাদব নামে বছর 55-র এক প্রৌঢ়ের মৃত্যু হয়। গ্রামবাসীরা তাঁর শেষকৃত্যের আয়োজন করে। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় টাকা কম পড়ছে। মহেশের পরিবার পরিজন কেউ না থাকায়, কোথা থেকে টাকা আসবে তা নিয়ে চিন্তায় পড়ে যান গ্রামবাসীরা। তখনই ঠিক হয় যে ব্যাঙ্কে মহেশের যা জমানো টাকা আছে, তা তুলে নেওয়া হবে। কিন্তু কীভাবে সেই টাকা তোলা হবে, তাই নিয়ে ধন্দ তৈরি হয়।
সেই সময়ই কয়েকজন সিদ্ধান্ত নেন যে মৃতদেহ নিয়েই সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় যাওয়া হবে। সেই মতো মৃতদেহ নিয়ে সেখানে হাজির হন গ্রামবাসীরা। কিন্তু পদ্ধতিগত সমস্যার কারণে ব্যাঙ্কের ম্যানেজার টাকা দিতে অস্বীকার করেন। তখন মৃতদেহ সেখানে রেখেই বিক্ষোভ শুরু করেন গ্রামের বাসিন্দারা।
আরও পড়ুন:দিল্লিতে শিলাবৃষ্টি, বাড়ল তাপমাত্রা
সেখানে পুলিশ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যরা এবং অনান্যরা সেখানে হাজির হন। পরে ব্যাঙ্কের ম্যানেজারের উদ্যোগে 10 হাজার টাকা তোলা হয়। ওই টাকায় মহেশ যাদবের শেষকৃত্য হয়। ব্যাঙ্কের ম্যানেজার সন্দীপ কুমার জানান, ওই ব্যক্তির অ্যাকাউন্টে 1 লক্ষ 18 হাজার টাকা রয়েছে। কিন্তু কোনও নমিনি নেই। কোনও উত্তরসুরীও খুঁজে পাওয়া যায়নি। ফলে টাকা ব্যাঙ্ক থেকে দেওয়া যাবে না।