পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Panchayat Election in Haryana: অনন্য নজির ! ভোটে হেরেও প্রার্থী পেলেন 11 লক্ষ টাকা, জমি-গাড়ি - হরিয়ানায় পঞ্চায়েত প্রধান নির্বাচন

পঞ্চায়েত নির্বাচন ঘিরে অপূর্ব এক নজির গড়লেন ফতেহাবাদের নাধোদী গ্রামের বাসিন্দারা (Nadhodi village of Fatehabad) । ওই গ্রামে মাত্র এক ভোটে হেরে গিয়েছেন পঞ্চায়েত প্রধান পদপ্রার্থী সুন্দর ৷ আর তারপরেই গ্রামবাসীরা তাঁকে উপহার দিল নগদ 11 লক্ষ 11 হাজার টাকা এবং একটি চারচাকা গাড়ি ও দেড় কাটা জমি ৷ (Panchayat Election in Haryana) ।

Panchayat Election in Haryana
Panchayat Election in Haryana

By

Published : Nov 27, 2022, 11:01 AM IST

ফতেহাবাদ, 27 নভেম্বর: একই রাজ্যে ধরা পড়ল দুটি ভিন্ন ছবি ৷ একদিকে যখন হরিয়ানায় পঞ্চায়েত প্রধান নির্বাচনের (Haryana Panchayat Election) পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, অন্যদিকে ফতেহাবাদের নাধোদী গ্রামের বাসিন্দারা ভ্রাতৃত্বের এক অপূর্ব নজির গড়েছেন । নধোদী গ্রামে মাত্র এক ভোটে হেরে গিয়েছেন প্রধান পদপ্রার্থী সুন্দর ৷ কিন্তু হেরেও যেন তিনি জিতে গেলেন গ্রামবাসীদের কাছে, তাদের ভালোবাসায় ৷

সুন্দরকে উৎসাহিত করতে নগদ 11 লক্ষ 11 হাজার টাকা এবং একটি চারচাকা গাড়ি ও দেড় কাটা জমি উপহার দেওয়া হয়েছে গ্রামবাসীদের তরফে বলে খবর ৷ আর এই টাকা সংগ্রহ করা হয়েছে গ্রামবাসীদের কাছ থেকেই ৷ তারা সকলে টাকা তুলে সুন্দরকে দিয়েছে ৷ গাড়ি ও দেড় কাটা জমিটা অবশ্য দিয়েছেন গ্রামেরই সুভাষ ভাম্ভু নামে এক ব্যক্তি (Nadhodi village of Fatehabad) ।

নাধোদী গ্রামের বাসিন্দাদের এই প্রয়াস দারুণ প্রশংসা পেয়েছে হরিয়ানায় । এর জন্য সুন্দর গ্রামবাসীকে ধন্যবাদও জানান ৷ গ্রামবাসীদের এই ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় জয় বলে মনে করেন তিনি । সুন্দর আরও জানান যে তিনি গ্রামবাসীদের সঙ্গে মিলে গ্রামের উন্নয়নে জন্য কাজ করবেন ।

আরও পড়ুন:মোদি রাজ্যেও 'খেলা হবে' ! বিজেপি'র সংকল্প পত্রে 2036 অলিম্পিক

জানা গিয়েছে, নধোদী গ্রামে মোট 5085টি ভোটদাতা রয়েছে ৷ যার মধ্যে 4416টি ভোট পড়েছে । সুন্দর ও নরেন্দ্র ছিলেন গ্রামের দুই প্রধান পদপ্রার্থী । ভোটের ফল বেড়োলে দেখা যায়, সুন্দর 2200 ভোট পেয়েছেন ৷ নরেন্দ্র 2201 ভোট পেয়ে জিতেছেন ৷ মাত্র একটি ভোট বদলে দেয় নির্বাচনের রং (Sarpanch election in Haryana) । এরপরই তৈরি হল অনন্য নজির ।

ABOUT THE AUTHOR

...view details