পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bihar Hooch Tragedy : বিহারে বিষাক্ত মদ খেয়ে মৃত 13, হাসপাতালে চিকিৎসাধীন বহু - বিহারে বিষাক্ত মদ

বিষ মদের কারবার পুরোদমে চলছে বিহারে ৷ নীতীশ কুমারের রাজ্যে ঔরঙ্গাবাদ এবং গয়ায় মারা গিয়েছেন 13 ৷ মনে করা হচ্ছে তাঁরা বিষ মদ খেয়েছিলেন ৷ তারপরই অসুস্থ হয়ে পড়েন (Bihar Hooch Tragedy) ৷

Bihar hooch tragedy News
বিহারে বিষ মদে মৃত গ্রামবাসী

By

Published : May 26, 2022, 11:14 AM IST

পটনা, 26 মে :মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 13 ৷ বিহারের ঔরঙ্গাবাদে বিষাক্ত মদ খেয়েই এত জন মারা গিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে ৷ আরও অনেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷ এর আগে ঔরঙ্গাবাদ পুলিশ দাবি করেছিল, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত খিরিয়াওয়া (Khiriyawa) গ্রামে 3 জন এবং মদনপুর থানার অধীনে রানিগঞ্জ গ্রামে (Raniganj) 2 জন বিষাক্ত মদ খেয়ে মারা গিয়েছেন (Villagers died in suspected hooch tragedy in Bihar's Aurangabad) ৷

খিরিয়াওয়ায় মৃতরা- প্রাক্তন সরপঞ্চ বিনোদ পাল (50), সোনওয়া কুনওয়ার (60), কামেশ্বর কুমার (35), শিব সাউ, শম্ভু ঠাকুর, অনিল শর্মা, বিন কুমার গুপ্তা (30), রবীন্দ্র সিং এবং আরও 4 জন ৷ বাকি 3 জন ধনঞ্জয় চৌধুরী, মহম্মদ নিজাম এবং সুবোধ সিংয়ের অবস্থা সঙ্কটজনক ৷ গয়ার শেরঘাটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ৷

সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে আসা এই মদ মদনপুর, সালাইয়া, গয়ার আমাস ব্লকে পাঠানো হয় ৷ এখনও মদ বিক্রি চলছে ৷ এলাকাবাসী তা পান করে অসুস্থ হয়ে পড়ছেন ৷ ইতিমধ্যে মঙ্গলবার 3 জন রহস্যজনক ভাবে মারা যান ৷ অন্য 8 জনকে গয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ মৃতদের পরিবারের দাবি, সোমবার একটি বিয়ের অনুষ্ঠানে তাঁরা এই বিষাক্ত মদ খেয়েছিলেন ৷

আরও পড়ুন : Poisonous Liquor Consumption in Bihar : বিষ মদ খেয়ে বিহারে মৃত কমপক্ষে 5

অমর পাসওয়ান (26), রাহুল কুমার (27) এবং অর্জুন পাসওয়ান মারা গিয়েছেন ৷ তাঁরা আমাস থানার পাথরা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ অভিযোগ, সেখানেই দিশি মদ খেয়েছিলেন সবাই ৷ বেশির ভাগই অসুস্থ হয়ে পড়েন ৷ বমি করতে থাকেন, পেটে ব্যথা এবং দৃষ্টি ঝাপসা হয়ে যায় ৷ ঔরঙ্গাবাদ এবং গয়ায় এত মানুষের মৃত্যুতে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Right Commission, NHRC) বিহার সরকারের কাছে নোটিস পাঠিয়ে এ বিষয়ে জানতে চেয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details