আলওয়ার (রাজস্থান), 28 নভেম্বর: গ্রামে মোবাইল নেটওয়ার্কের সমস্যা ৷ কিন্তু তাই বলে সোজা গাছে উঠে কথা ? হ্যাঁ, ঘটনা অবিশ্বাস্য হলেও রাজস্থানের আলওয়ার জেলার কালীখোল গ্রামের এমনই অবস্থা ৷ এখানকার বাসিন্দারা মোবাইলে নেটওয়ার্ক পেতে কখনও কখনও গাছে উঠতেও বাধ্য হন ৷
আলওয়ারে এমন 68টি এলাকা রয়েছে যেখানে মোবাইল নেটওয়ার্ক শূন্য ৷ স্থানীয়দের কথায়, জরুরি ভিত্তিতে তথ্য আদান প্রদানের সময় কখনও কখনও একজনকে গাছে উঠতে হয় বা উঁচু জায়গায় যেতে হয় ৷ তবে গাছে ওঠার পরেও যৎসামান্যই নেটওয়ার্ক পাওয়া যায় ৷ মোবাইলে কারোর সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে প্রতিদিন এখানকার গ্রামবাসীরা যেন একটি দুঃস্বপ্নের সম্মুখীন হন ৷ প্রশাসনের কাছে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা ৷