বেঙ্গালুরু, 30 নভেম্বর: প্রয়াত শিল্পপতি তথা টয়োটা কিরলসকার মোটর প্রাইভেট লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট বিক্রম কিরলসকার (Vikram Kirloskar Vice Chairperson of Toyota Kirloskar Motor Passes Away) ৷ 64 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ ভারতের মোটর ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ ব্যক্তিদের মধ্যে একজন তিনি ৷ এদিন সকালে টয়োটা সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানেই ভারতে ওই সংস্থার ভাইস-প্রেসিডেন্ট বিক্রম কিরলসকারের মৃত্যুর খবর জানানো হয়েছে ৷ তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী গীতাঞ্জলি কিরলসকার এবং কন্যা মানসী কিরলসকার ৷
এদিন টয়োটা সংস্থার (Toyota Kirloskar Motor Pvt Ltd) তরফে বিবৃতিতে বলা হয়, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, 29 নভেম্বর টয়োটা কিরলসকার মোটর সংস্থার ভাইস-প্রেসিডেন্ট অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন ৷ আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ এই দুঃখের সময়ে আমরা তাঁর পরিবার এবং নিকটজনদের সমবেদনা জানাই ৷ বিক্রম কিরলসকারের শেষকৃত্য 30 নভেম্বর দুপুর 1টার সময় বেঙ্গালুরুর হেব্বাল শ্মশানে হবে ৷’’