নয়া দিল্লি, 18 মে : ব্রিটেনের আদালতে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় হার হল বিজয় মালিয়ার ৷ এর ফলে মালিয়ার তছরূপ করা অর্থ ও সম্পত্তি ক্রোকের দিকে আরও একধাপ এগোল এসবিআই ৷
ব্রিটেনের আদালতে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় হার মালিয়ার - ব্রিটেনের আদালতে ব্যাঙ্ক জ্বালিয়াতি মামলায় হার মালিয়ার
বিজয় মালিয়ার সম্পত্তি ক্রোকের দিকে আরও একধাপ এগোল এসবিআই ৷
ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়া দীর্ঘদিন ধরে ব্রিটেন বসবাস করছেন ৷ ইতিমধ্যে তাঁর প্রত্যার্পণের চেষ্টা চালাচ্ছে ভারত সরকার ৷ একাধিকবার সেই বিষয়ে কাজ এগোলেও একাধিক মামলায় মালিয়ার প্রত্যার্পণ সম্ভব হচ্ছে না ৷ এর মধ্যে গতবছর বিজয় মালিয়া জানান, তিনি সমস্ত ফিরিয়ে দিতে চান ৷ অহেতুক তাঁকে অভিযুক্ত করা হচ্ছে ৷ এই কথা বললেও সেই বিষয় পদক্ষেপ করতে দেখা যায়নি মালিয়াকে ৷
এবার ব্রিটেনের আদালতে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় বিজয় মালিয়ার হার হওয়ায় তাঁর প্রত্যার্পণের কাজও এগোতে পারে বলে মনে করা হচ্ছে ৷