হায়দরাবাদ, 16 ডিসেম্বর: পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল....
এই গান বাংলাদেশের মুক্তিযুদ্ধের । যে যুদ্ধে বাংলাদেশের হাত শক্ত করে ধরেছিল ভারত । একাত্তরে মুক্তিযুদ্ধের ইতি টেনে স্বাধীন বাংলাদেশ । 16 ডিসেম্বর টানা যুদ্ধের অবসানে বিজয় লাভ ভারতের । এই দিনটির আলাদা তাৎপর্য রয়েছে ভারত-বাংলাদেশ দুই দেশের ইতিহাসে ৷ 1971 সালে আজকের দিনে যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল ভারতীয় সশস্ত্র বাহিনী ৷ যার ফলে পাকিস্তান সেনার নৃশংস দাপট থেকে বেরিয়ে আসে বাংলাদেশ । দেশকে রক্ষা করার জন্য চূড়ান্ত আত্মত্যাগ করেছিলেন সেনা জওয়ানরা ৷ তাঁদের সম্মান জানাতে এই দিনটি উদযাপন করা হয় ৷
- ইতিহাস: 13 দিনের যুদ্ধের মধ্যে রয়েছে বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য ৷ এই যুদ্ধ শুরু হয়েছিল 1971 সালে 3 ডিসেম্বর থেকে, যা ভারতের বিজয় এবং একসময় পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র গঠনের দিকে পরিচালিত করে ।
- পটভূমি: ভারত থেকে আলাদা হওয়ার পর পাকিস্তান ভৌগোলিকভাবে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে বিভক্ত হয়ে যায় ৷ পরে পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ হয়ে ওঠে । 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধ একটি টার্নিং পয়েন্ট ছিল, যার ফলস্বরূপ 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং পরবর্তীকালে বাংলাদেশ গঠন হয় ।
- ভারতের কূটনীতি: ইন্দিরা গান্ধি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন সেসময় ৷ তিনি যুদ্ধের সময় ব্যতিক্রমী কূটনীতি দেখিয়েছিলেন ৷ যার ফলে পাকিস্তান প্রতিষ্ঠার 25 বছরের মধ্যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল । সেই যুদ্ধের 52তম বার্ষিকী উদযাপিত হচ্ছে ৷ ইন্দিরা গান্ধি এবং সেনাপ্রধান জেনারেল স্যাম মানেকশের নেতৃত্বে ভারত যুদ্ধে জয়লাভ করেছিল ।
- পূর্ব ও পশ্চিম পাকিস্তান:পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের নিপীড়নমূলক নীতি থেকে সংঘাতের শুরু হয় ৷ যার ফলে ব্যাপক মানবিক দুর্ভোগ দেখা দেয় এবং পরবর্তীকালে 10 মিলিয়নেরও বেশি শরণার্থী ভারতে পালিয়ে আসে । 1971 সালে 3 ডিসেম্বর ভারতীয় বিমান ঘাঁটিতে পাকিস্তানি বিমান হামলা হয় ৷ এরপরে ভারত আক্রমণ জোড়াল করে । দুর্দান্ত কৌশল কার্যকরের মধ্যে দিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনী মাত্র 14 দিনের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে ।
- ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণ: 1971 সালের 16 ডিসেম্বর প্রায় 93 হাজার পাকিস্তানি সৈন্য ভারতের কাছে আত্মসমর্পণ করে ৷ যার ফলে বাংলাদেশ স্বাধীন হয় । এই ঐতিহাসিক ঘটনাটি যুদ্ধের ইতিহাসে প্রথমবার ঘটেছিল ৷ যেখানে এত সংখ্যক সৈন্য পরাজয় স্বীকার করেছিল । এই আত্মসমর্পণের সময় পাকিস্তান তার নৌ ও বিমান বাহিনীর একটি উল্লেখযোগ্য অংশ হারায় ।
- যুদ্ধে উভয় পক্ষে মৃত্যের সংখ্যা: ভারতীয় সেনাবাহিনী পশ্চিম ফ্রন্টে পাকিস্তানের 15 হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে ৷ যার ফলে পাকিস্তানে ইয়াহিয়া খান প্রশাসনের পতন ঘটে এবং জুলফিকার আলি ভুট্টোকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করা হয় । যুদ্ধে উভয় পক্ষেরই ক্ষতি হয় ৷ 2 হাজার 908 ভারতীয় সৈন্য নিহত এবং 1 হাজার 200 জনের বেশি আহত হয় । চারটি পরমবীর চক্র, 76টি মহাবীর চক্র এবং 513টি বীর চক্র-সহ অসংখ্য অফিসার ও সৈন্যকে বীরত্বের পুরস্কারে ভূষিত করা হয়েছিল ।