বিদিশা (মধ্যপ্রদেশ), 17 জুলাই : কুয়োয় পড়ে যাওয়া এক বালককে উদ্ধারকাজের সময় দুর্ঘটনা ৷ কুয়োয় পড়ে মৃত্যু হল 11 জনের ৷ উদ্ধার করা গেছে 19 জনকে ৷ দুর্ঘটনাটি মধ্যপ্রদেশের বিদিশার গঞ্জবাসোদার ৷
আরও পড়ুন : মদ্যপানের ফলে 2020 সালে ভারতে 62 হাজার জন ক্যানসার আক্রান্ত, রিপোর্ট ল্যানসেটের
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি মৃতদের পরিবার পিছু 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ মৃতদের পরিবারগুলিকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের সরকারও ৷
স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধেয় রবি নামে ওই বালক কুয়ো থেকে জল আনতে গিয়েছিল ৷ আচমকা কুয়োয় পড়ে যায় সে ৷ তাকে বাঁচাতে কুয়োর ধারে ভিড় করেন স্থানীয়রা ৷ কয়েকজন নেমে উদ্ধারের চেষ্টা করেন ৷ সেইসময় কুয়োর পাড় ভেঙে 50 ফুট গভীর কুয়োয় পড়ে যান অনেকে ৷
ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সেই সময় তাঁর দত্তক কন্যার বিয়ের অনুষ্ঠানে বিদিশার একটি মন্দিরে ছিলেন ৷ দুর্ঘটনার খবর পাওয়া মাত্র তিনি মন্ত্রী বিশ্বাস সারঙ্গকে সেখানে যাওয়ার নির্দেশ দেন ৷ তিনি বলেন, "যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ চলছে ৷ ভোপাল থেকে এনডিআরএফ, এসডিআরএফ-এর দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ৷"
কুয়োর পড়ে যাওয়া বালককে উদ্ধারকাজের সময় ভিড়
শেষপর্যন্ত 19 জনকে উদ্ধার করা সম্ভব হয় ৷ আর 11 জনের মৃতদেহ উদ্ধার হয় ৷ তার মধ্যে রবির মৃতদেহও রয়েছে ৷
জল আনতে গিয়ে কুয়োয় পড়ে যায় রবি
মুখ্যমন্ত্রী মৃতের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন ৷ আহতদের প্রত্যেককে দেওয়া হবে 50 হাজার টাকা ৷ ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার, জানিয়েছেন শিবরাজ সিং ৷