বেতিয়া, 6 জুন:বেপরোয়া গাড়ি পরপর ধাক্কা মারল সাতটি সাইকেলকে ৷ সাইকেলে চড়ে কোচিং ক্লাসে যাওয়ার সময় তীব্র গতিতে ছুটে আসা একটি বোলেরোর ধাক্কায় গুরুতর জখম হলেন সাতজন দশম শ্রেণির ছাত্রী ৷ এই দুর্ঘটনায় পথচলতি আর এক ব্যক্তিও জখম হন ৷ দুর্ঘটনার দৃশ্য সিসিটিভিতে ধরা পড়েছে ৷
সিসিটিভি থেকে পাওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার এক ধার দিয়েই সারি বেঁধে সাইকেলে চড়ে এগোচ্ছিল সাতজন ছাত্রী ৷ আচমকা তাদের একে একে সবাইকে ধাক্কা মারে একটি বোলেরো ৷ তীব্র গতিতে ছুটে আসায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর সাইকেলগুলিকে ধাক্কা মারে বলে মনে করা হচ্ছে ৷
দেখা গিয়েছে, গাড়ির ধাক্কায় ছাত্রীরা সাইকেল থেকে রাস্তায় পড়ে যায় ৷ একজন ছাত্রী সাইকেল থেকে ছিটকে গাড়ির বনেটের উপর গিয়ে পড়ে ৷ এরপর ওই অবস্থাতেই তাকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় 20 ফিট পর্যন্ত টেনে নিয়ে যায় গাড়িটি । এই সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকেও দ্রুতগামী গাড়িটি ধাক্কা মারে ৷ আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । তারা বেতিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।