পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Odisha Train Accident: ক্যামেরাবন্দি করমণ্ডলে দুর্ঘটনার মুহূর্ত, ভাইরাল শিউরে ওঠার মত ভিডিয়ো

বৃহস্পতিবার সামনে এসেছে ওড়িশার ট্রেন দুর্ঘটনার আগের মুহূর্তের একটি ভিডিয়ো ৷ সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে 27 সেকেন্ডের এই ভিডিয়ো ৷ যা দেখে আন্দাজ করাই যায় সেই মুহূর্তের কঠিন পরিস্থিতি ৷

Odisha Train Accident
ট্রেন দুর্ঘটনার আগের মুহূর্তের ভিডিয়ো ভাইরাল

By

Published : Jun 8, 2023, 7:34 PM IST

ট্রেন দুর্ঘটনার আগের মুহূর্তের ভিডিয়ো ভাইরাল

হায়দরাবাদ, 8 জুন: হাহাকার, কান্না, স্বজন হারানোর বেদনা ৷ বালাসোর বিপর্যয়ের পর গত কয়েকদিন ধরে শোকে ডুবে রাষ্ট্র ৷ দুর্ঘটনাস্থলে রেলট্র্যাক পুনরুদ্ধারের পর ফের 'অভিশপ্ত' বাহানগা বাজারের উপর দিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল ৷ সপ্তাহ পূর্ণ করার আগে ধীরে-ধীরে যখন ফের সবকিছু ছন্দে ফিরছে, সে সময় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিয়ো ভাইরাল হল সোশাল মাধ্যমে ৷ দুর্ঘটনার মুহূর্তের 27 সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ যে ভিডিয়ো আরও একবার ক্ষত-বিক্ষত করেছে প্রিয়জন হারানো পরিবারগুলিকে ৷

2 জুন, শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ নিশ্চিন্তে চেন্নাইয়ের উদ্দেশ্য যাওয়া করমণ্ডল এক্সপ্রেসে শুয়েছিলেন যাত্রীরা ৷ কেউ বা ব্যস্ত ছিলেন ফোন নিয়ে ৷ কেউ বা আপনমনেই ট্রেনের ভিতরে ভিডিয়ো বানাচ্ছিলেন ৷ যে ভিডিয়োই বৃহস্পতিবার ঘুরে বেড়াচ্ছে সকলের ফোনে ফোনে ৷ ভিডিয়োটিতে দেখা গিয়েছে, কামরার দুদিকেই যাত্রীরা শুয়ে পড়েছেন ৷ চলছে ট্রেনের ভিতর পরিষ্কারের কাজ ৷ সেটাই কোনও এক যাত্রী ভিডিয়ো করছিলেন ৷ হঠাৎই কেঁপে ওঠে কামরা ৷ তারপর চারিদিক এলোমেলো অন্ধকার ৷ ভেসে আসছে আর্তনাদ ৷

ইতিমধ্যেই এই দুর্ঘটনায় 288 জন প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন 1,100 জন ৷ তখনও অন রয়েছে ভিডিয়ো ৷ শোনা যাচ্ছে তীব্র আর্তনাদ ৷ কানে আসছে অসংখ্য মানুষের ভয়ার্ত চিৎকার ৷ মাত্র 27 সেকেন্ডের এই ভিডিয়োই আতঙ্কের সেই রাতের কথা মনে করিয়ে দিয়েছে আরও একবার ৷ দুর্ঘটনার এক সপ্তাহ পরে সোশাল মিডিয়ায় ট্রেনের ভিতরের ভিডিয়ো ভাইরাল হয়েছে। পোস্টটি যিনি করেছেন তিনি লিখেছেন, ভিডিয়োটি ওই অভিশপ্ত ট্রেনের এক যাত্রীর তোলা। ভিডিয়োয় ধরা রয়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবি। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত।

অন্যদিকে, ভয়ঙ্কর রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যে বেশ কয়েকবার বাহানাগা বাজার স্টেশন সংলগ্ন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। সংগ্রহ করা হয়েছে নমুনা। ওই দিনের রেলের অন ডিউটি আধিকারিকদের জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। করমণ্ডল দুর্ঘটনার পর নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে রেলমন্ত্রকও। রেলের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে দফায়-দফায় বৈঠক করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷

আরও পড়ুন: আইসিইউতে শুয়ে নেপালের ছেলে ! টিভির সাক্ষাৎকার মেলাল সন্তান ও বাবা-মাকে

অন্যদিকে, স্বজনহারা পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুর্ঘটনায় দুর্গতদের পরিজনদের সুবিধার্থে চালু করা হয়েছে হেল্পডেস্ক। নিখোঁজ বা আহতদের পরিজনরা সেখান থেকে সাহায্য পেতে পারেন। এছাড়া একাধিক বেওয়ারিশ মৃতদেহ সনাক্তকরণের জন্য সাহায্য চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিচ্ছে রেল।

ABOUT THE AUTHOR

...view details