আগ্রা, 27 ডিসেম্বর:ঘন কুয়াশার জন্য মাঝেমধ্যেই পথ দুর্ঘটনা লেগেই রয়েছে ৷ তারই মধ্যে বুধবারের এক পথ দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মুরগি ভরতি একটি পিকআপ গাড়ি আগ্রা-ন্যাশনাল হাইওয়েতে দুর্ঘটনার সম্মুখীন হয়। কুয়াশার কারণে বেশ কয়েকটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজনের মৃত্যুও ঘটেছে ৷ তারপরেই স্থানীয়রা সেখানে ছুটে আসেন ৷ কিন্তু উদ্ধার না-করে ওলটানো ওই গাড়ি থেকে মুরগি লুট করে পালিয়ে যান ৷ ভোর 3টের দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷ দেখুন সেই ভাইরাল ভিডিয়ো...
দুর্ঘটনায় কিছু মুরগি মারা গেলেও সেগুলোকে নিয়েও ব্যাপক লুটপাট হয়। তথ্য অনুযায়ী, পিকআপ গাড়িতে দেড় লাখ টাকা মূল্যের মুরগি ছিল ৷ তা কোথাও ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷ ফিরোজাবাদ জাতীয় সড়কে কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সেখান থেকে তাড়িয়ে দেয়। যদিও ইটিভি ভারত ওই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷