পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জাতীয় সড়কে পোলট্রি গাড়ি উলটে মৃত 1, উদ্ধার ছেড়ে হিড়িক পড়ল মুরগি লুটের; দেখুন ভাইরাল ভিডিয়ো

Video Looting of Chickens: ঘন কুয়াশায় স্পষ্ট করে কিছু দেখতে পাচ্ছিলেন না চালক ৷ আর তার জেরেই উলটে গেল মুরগি ভরতি গাড়ি ৷ স্থানীয়রা দুর্ঘটনাস্থলে ছুটে এলেও উদ্ধারকার্যে হাত লাগালেন না ৷ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ৷ সুযোগ পেয়ে তাঁরা দেদার মুরগি নিয়ে পালালেন ৷ এই মুরগি লুটের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷

হিড়িক পড়ল মুরগি লুটের
Video Loting of Chickens

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 4:15 PM IST

উদ্ধার ছেড়ে হিড়িক পড়ল মুরগি লুটের

আগ্রা, 27 ডিসেম্বর:ঘন কুয়াশার জন্য মাঝেমধ্যেই পথ দুর্ঘটনা লেগেই রয়েছে ৷ তারই মধ্যে বুধবারের এক পথ দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মুরগি ভরতি একটি পিকআপ গাড়ি আগ্রা-ন্যাশনাল হাইওয়েতে দুর্ঘটনার সম্মুখীন হয়। কুয়াশার কারণে বেশ কয়েকটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজনের মৃত্যুও ঘটেছে ৷ তারপরেই স্থানীয়রা সেখানে ছুটে আসেন ৷ কিন্তু উদ্ধার না-করে ওলটানো ওই গাড়ি থেকে মুরগি লুট করে পালিয়ে যান ৷ ভোর 3টের দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷ দেখুন সেই ভাইরাল ভিডিয়ো...

দুর্ঘটনায় কিছু মুরগি মারা গেলেও সেগুলোকে নিয়েও ব্যাপক লুটপাট হয়। তথ্য অনুযায়ী, পিকআপ গাড়িতে দেড় লাখ টাকা মূল্যের মুরগি ছিল ৷ তা কোথাও ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷ ফিরোজাবাদ জাতীয় সড়কে কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সেখান থেকে তাড়িয়ে দেয়। যদিও ইটিভি ভারত ওই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ৷

জাতীয় সড়কে কুয়াশার কারণে আজ একসঙ্গে অনেক যানবাহন একে-অপরের সঙ্গে ধাক্কা খায়। তাতেই রাস্তায় যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তা দেখতে পাননি মুরগি ভরতি গাড়ির চালক ৷ মুরগি বোঝাই ওই পিকআপ ভ্যানের চালক আগে থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে ধাক্কা মারে ৷ আর তাতেই এমন ঘটনাটি ঘটেছে ৷ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছন ডিসিপি সিটি সুরজ রাই । তিনি জানান, রাত 3টের দিকে পুলিশ দুর্ঘটনার খবর পান। ট্রান্স যমুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহিনী নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছন। এই দুর্ঘটনায় একজনের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে জাতীয় সড়ক থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরানোর কাজও শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:

  1. গেঞ্জি-তোয়ালে পরে থানায় বসে কর্তব্য পালন পুলিশের, ভিডিয়ো ভাইরাল হতেই বদলি
  2. স্বাস্থ্যকর্মীকে হেনস্তা, সবক শেখাতে যুবককে কান ধরে ওঠবস করিয়ে বিতর্কে বিধায়ক; নিন্দা বিজেপির
  3. সরকারি স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখছেন অ্যাম্বুলেন্স চালক! বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্য দফতরের

ABOUT THE AUTHOR

...view details