ভাটিন্ডা (পঞ্জাব), 2 সেপ্টেম্বর: পঞ্জাবের আপ বিধায়ককে চড় মারলেন তাঁর স্বামী (AAP MLA Slapped by Her Husband) ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিয়ো ৷ 10 জুলাইয়ের একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে তালওয়ান্ডি সাবুর আপ বিধায়ক বলজিন্দর কৌরের (AAP MLA Baljinder Kaur) সঙ্গে তাঁর স্বামী সুখরাজ সিংয়ের তর্কাতর্কি চলছে ৷ সেই কথা কাটাকাটির মাঝেই স্ত্রীকে সপাটে চড় মারেন সুখরাজ ৷
তবে, বিষয়টি বেশি দূর এগোয়নি ৷ সেখানে উপস্থিত পরিবারের বাকি সদস্যরা সুখরাজ সিংকে (Sukhraj Singh) সরিয়ে নিয়ে যায় ৷ অন্যদিকে, স্বামীর এহেন কাজে বিধায়ক বলজিন্দর কৌরকে মুখ চাপা দিয়ে কাঁদতে দেখা গিয়েছে ৷ তবে, এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিধায়ক ৷ এমনকি তিনি স্বামীর বিরুদ্ধে পুলিশে কোনও অভিযোগও দায়ের করেননি ৷ তবে, বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পঞ্জাবের রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মণীষা গুলাটি ৷ তিনি জানিয়েছেন, ভিডিয়োটি দেখেছেন এবং এই ঘটনায় নোটিশ পাঠাবেন বলে ঠিক করেছেন ৷