সাসারাম(বিহার), 12 সেপ্টেম্বর: যে কোনও রাজ্যে যখন একটি দল ক্ষমতায় আসে তখন তাদের প্রধান লক্ষ্য হয় মানুষের উন্নয়ন ৷ ভোটের আগে ভাষণ দিয়ে একথাই প্রচার করা হয় ৷ জিতলে উন্নত রাস্তাঘাট থেকে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ কিন্তু সেসব পূরণ হয় কি না যুগ যুগ ধরে তা নিয়ে প্রশ্ন ওঠে ।
এরকম প্রশ্নই যেন আরও একবার উঠে গিয়েছে বিহারের একটি ঘটনাকে ঘিরে ৷ সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এই ভিডিয়োতে দেখা গিয়েছে রোহতাসের সাসারাম শহরের চেনারির ডাক বাংলো মাঠে টর্চলাইটের আলো জ্বালিয়ে সভায় ভাষণ দিচ্ছেন বিহারের তিন মন্ত্রী ৷ সভাস্থলে আলোর কোনও ব্যবস্থা না থাকায় কর্মী-সমর্থকরা তাদের মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে রাখেন । আর তার মধ্যেই বক্তব্য রাখেন মন্ত্রীরা (video goes viral of Three Bihar ministers addressing meeting in torchlight) । তবে এই ভিডিয়োর সত্যতা ইটিভি ভারত যাচাই করেনি ।