পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

S Jaishankar: সন্ত্রাসবাদের প্রবর্তকদের সঙ্গে আলোচনা নয়, পাকিস্তানকে কড়াবার্তা জয়শংকরের - এসসিও বৈঠকে স্পষ্ট করলেন এস জয়শংকর

সন্ত্রাসবাদ শিল্পের প্রবর্তকদের সঙ্গে আলোচনায় বসতে নারাজ ভারত ৷ পাশাপাশি সীমান্তে শান্তি না ফিরলে চিনের সঙ্গেও আলোচনা হবে না ৷ এসসিও বৈঠকে স্পষ্ট করলেন এস জয়শংকর ৷

Etv Bharat
পাকিস্তানকে কড়া জবাব জয়শংকরের

By

Published : May 5, 2023, 10:46 PM IST

বেনাউলিম (গোয়া), 5 মে: পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর ৷ শুক্রবার পাকিস্তানের বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে কার্যত এক হাত নিয়েছেন তিনি ৷ নাম না-করে রীতিমতো আক্রমণ শানিয়ে পাকিস্তান প্রসঙ্গে জয়শংকর এদিন জানান, সন্ত্রাসবাদ শিল্পের প্রবর্তক ৷

পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে এসসিও সদস্য দেশের প্রতিনিধি হিসাবেই সম্মেলনে গণ্য করা হয়েছে বলে এদিন জানান জয়শঙ্কর। তবে তারই সঙ্গে এদিন পাকিস্তানকে সন্ত্রাস শিল্পের প্রমোটার হিসাবেও দেগে দিয়েছেন তিনি ৷ এদিন বিদেশ মন্ত্রীকে ভারতের অবস্থান স্পষ্ট করতে বলা হলে তিনি পালটা জবাবে জানান, এসসিও বৈঠকে পাক বিদেশ মন্ত্রীকে জবাব দেওয়া হয়েছে ৷ জয়শংকরের এই বক্তব্যে স্পষ্ট সন্ত্রাস নিয়ে কার্যত ভারতে আয়োজিত এসসিও-এর বিদেশমন্ত্রীদের বৈঠতে পাক মন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে দিল্লি নিজের অবস্থান জানিয়ে দিয়েছে। এদিন সন্ত্রাস মোকাবিলায় ভুট্টো জারদারির মন্তব্যের বিষয়ে জয়শংকর বলেন, "সন্ত্রাসবাদের মোকাবিলায় পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের চেয়েও দ্রুত হ্রাস পাচ্ছে ।"

পাশাপাশি হুমকি মোকাবিলায় ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা হতে পারে কি না, জানতে চাওয়া হলে জয়শংকর বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনার জন্য, সন্ত্রাসবাদের শিকার যারা তারা অপরাধীদের সঙ্গে একসঙ্গে বসে না।" সেই সঙ্গে, জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে জয়শংকর জোর দিয়ে বলেন, "ছিল, আছে এবং থাকবে" ৷ জয়শংকর আরও যোগ করেছেন, ভুট্টো জারদারি একটি এসসিও সদস্য রাষ্ট্রের বিদেশমন্ত্রী হিসাবে ভারতে এসেছিলেন ৷ এটি বহুপাক্ষিক কূটনীতির অংশ মাত্র বলেই ব্যাখ্যা করেছেন তিনি। এর চেয়ে বেশি কিছু হিসাবে যে ভারত বিলাওলের বিষয়টি দেখছে না তাও জানিয়ে দিয়েছেন তিনি ৷ জয়শংকর বলেন, "এসসিও সদস্য রাষ্ট্রের বিদেশমন্ত্রী হিসাবে ভুট্টো জারদারির সঙ্গে সেই অনুযায়ী আচরণ করা হয়েছিল।"

পাকিস্তানের পাশাপাশি এদিন চিন-ভারত সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন বিদেশমন্ত্রী ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "সীমান্তে শান্তি বজায় না-হওয়া পর্যন্ত ভারত-চিন সম্পর্ক স্বাভাবিক হবে না ৷" অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে চিনের অর্থনৈতিক করিডর সম্পর্কে, জয়শংকর জানান, সংযোগ অগ্রগতির জন্য ভালো হলেও এর ফলে রাজ্যগুলির আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করতে পারবে না।

আরও পড়ুন: ইস্তফা প্রত্যাহার ! এনসিপি প্রধানের পদে বহাল থাকছেন পাওয়ার

ABOUT THE AUTHOR

...view details