উন্নাও (উত্তরপ্রদেশ) 21 অক্টোবর: নিজের পরিবারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন 2017 সালে উন্নাওকাণ্ডের নির্যাতিতা ৷ তিনি অভিযোগ করেছেন, তাঁর বাড়ির লোকেরা সরকার এবং এনজিও থেকে তিনি যে টাকা পেয়েছিলেন তা হাতিয়ে নিয়েছেন এবং এরপর তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ৷ শনিবার পুলিশ এমনটাই জানিয়েছে ৷ উন্নাওকাণ্ডে নির্যাতিতা বর্তমানে বিবাহিত ও আট মাসের অন্তঃসত্ত্বা ৷
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শশী শেখর সিং বলেন, "ওই মহিলার অভিযোগের ভিত্তিতে মাখি থানায় তাঁর কাকা, মা, বোন এবং অন্য একজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 406 (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন) এবং 506 (ফৌজদারি ভয় দেখানো) ধারায় বৃহস্পতিবার একটি এফআইআর দায়ের করা হয়েছে । বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে এবং যে তথ্য বেরিয়ে আসবে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে ।"
যুবতী পুলিশের কাছে অভিযোগ করেছেন যে তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি হয়রানি ও হুমকির সম্মুখীন হয়েছেন । তিনি বলেন, "যখন আমি আমার প্রয়োজন এবং খরচের জন্য পরিবারের কাছে টাকা চেয়েছিলাম, যা সরকার আমাকে আদালতের নির্দেশে এবং এনজিওগুলি দিয়েছিল, তখন আমার কাকা বলেছিলেন যে মামলাটিতে সাত কোটি টাকা খরচ হয়েছে এবং যে টাকা আমি পেয়েছি, তা মামলার জন্য যথেষ্ট নয় । তিনি আরও টাকা চেয়েছিলেন আমার কাছ থেকে ৷ "