পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Unnao Rape Case Victim: টাকা হাতানো, হয়রানি-হুমকির অভিযোগ; পরিবারের বিরুদ্ধে পুলিশে উন্নাওকাণ্ডে নির্যাতিতা - হয়রানি হুমকির অভিযোগ

সরকারের কাছ থেকে পাওয়া টাকা হাতিয়ে নেওয়া থেকে হয়রানি ৷ পরিবারের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ এনে পুলিশে এফআইআর করলেন উন্নাওকাণ্ডের নির্যাতিতা ৷

Unnao Rape Case victim
উন্নাওকাণ্ডে নির্যাতিতা

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 4:55 PM IST

উন্নাও (উত্তরপ্রদেশ) 21 অক্টোবর: নিজের পরিবারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন 2017 সালে উন্নাওকাণ্ডের নির্যাতিতা ৷ তিনি অভিযোগ করেছেন, তাঁর বাড়ির লোকেরা সরকার এবং এনজিও থেকে তিনি যে টাকা পেয়েছিলেন তা হাতিয়ে নিয়েছেন এবং এরপর তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ৷ শনিবার পুলিশ এমনটাই জানিয়েছে ৷ উন্নাওকাণ্ডে নির্যাতিতা বর্তমানে বিবাহিত ও আট মাসের অন্তঃসত্ত্বা ৷

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শশী শেখর সিং বলেন, "ওই মহিলার অভিযোগের ভিত্তিতে মাখি থানায় তাঁর কাকা, মা, বোন এবং অন্য একজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 406 (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন) এবং 506 (ফৌজদারি ভয় দেখানো) ধারায় বৃহস্পতিবার একটি এফআইআর দায়ের করা হয়েছে । বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে এবং যে তথ্য বেরিয়ে আসবে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে ।"

যুবতী পুলিশের কাছে অভিযোগ করেছেন যে তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি হয়রানি ও হুমকির সম্মুখীন হয়েছেন । তিনি বলেন, "যখন আমি আমার প্রয়োজন এবং খরচের জন্য পরিবারের কাছে টাকা চেয়েছিলাম, যা সরকার আমাকে আদালতের নির্দেশে এবং এনজিওগুলি দিয়েছিল, তখন আমার কাকা বলেছিলেন যে মামলাটিতে সাত কোটি টাকা খরচ হয়েছে এবং যে টাকা আমি পেয়েছি, তা মামলার জন্য যথেষ্ট নয় । তিনি আরও টাকা চেয়েছিলেন আমার কাছ থেকে ৷ "

তিনি দাবি করেছেন যে তাঁর কাকা খুনের চেষ্টার মামলায় তিহার জেলে 10 বছরের সাজা ভোগ করছেন । তাঁর কথায়, "কাকার নির্দেশে মা এবং বোন আমার এবং আমার স্বামীর জীবনের শত্রু হয়ে উঠেছে । সরকার থেকে পাওয়া টাকা নিয়ে তারা আমাকে ও আমার স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ৷"

আরও পড়ুন:উন্নাও ধর্ষণে দোষী সাব্যস্ত কুলদীপের যাবজ্জীবন কারাদণ্ড

2017 সালে উত্তরপ্রদেশের উন্নাও জেলায় এক নাবালিকা, যিনি বর্তমানে বিবাহিতা যুবতীকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ করা হয় ৷ এই ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল দেশে ৷ উন্নাও জেলার তৎকালীন ভারতীয় জনতা পার্টির বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ করা হয়েছিল । মামলা নিয়ে ব্যাপক ক্ষোভের পর দল বহিষ্কার করে দেয় তাকে । তিনি পরে ঘটনায় দোষী সাব্যস্ত হন এবং দিল্লির তিস হাজারি আদালত 20 ডিসেম্বর 2019 সালে কুলদীপকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল । এরপর তিনি সংসদ পদও হারান ।

(সংবাদ সংস্থা-পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details