পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

VP Dhankhar Slams Rahul: মার্কিন মুলুকে করা মন্তব্য নিয়ে নাম না করে রাহুলকে নিশানা ধনকড়ের - মার্কিন যুক্তরাষ্ট্র

নাম না করে রাহুল গান্ধিকে নিশানা করলেন জগদীপ ধনকড় ৷ মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় এই কংগ্রেস নেতার করা মন্তব্য নিয়েই সমালোচনা করেছেন উপ-রাষ্ট্রপতি ৷

VP Dhankhar Slams Rahul
VP Dhankhar Slams Rahul

By

Published : Jun 6, 2023, 8:48 PM IST

নয়াদিল্লি, 6 জুন: নাম না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে নিশানা করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ তাঁর কথায়, ‘‘আমাদের মধ্যে কেউ কেউ গর্ববোধ করি না ৷ অনেকেই বিপথগামী হয়ে এই দেশের সম্ভাব্য ও বাস্তব সময়ের কৃতিত্ব নিয়ে বিভ্রান্ত হয় ৷’’ একই সঙ্গে তিনি দাবি করেছেন যে 2047 সালের মধ্যে ভারত বিশ্বের এক নম্বর দেশ হয়ে উঠবে ৷

রাহুল গান্ধি এখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ৷ গত কয়েকদিন ধরে তিনি ওই দেশের বিভিন্ন শহরে একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন ৷ প্রতিটি জায়গাতেই তিনি বিজেপির সমালোচনা করেছেন ৷ বিজেপি ভারতের সরকারি প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন ৷ সেই প্রসঙ্গেই ধনকড় নিশানা করেছে রাহুল গান্ধিকে ৷

তাঁর কথায়, "আমরা অন্যদেরকে আমাদের স্থান নির্ধারণ করার অনুমতি দিতে পারি না । তাদের স্থান নির্ধারণ বস্তুনিষ্ঠ নয়... ভারতের উত্থান কিছু মহলের ভালো লাগছে না ৷ কারণ এই দেশটি বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা, সম্প্রীতিতে বিশ্বাস করে ।" আধিকারিকদের উদ্দেশ্যে তাঁর উপদেশ, অতীতেই পড়ে থাকলে সামনে এগোনো যাবে না ৷ আর যারা এটা করে, তারাই দেশ ও দেশের প্রতিষ্ঠানকে বদনাম করে হলে ধনকড়ের অভিযোগ ৷

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের শুরুতে ব্রিটেনে গিয়ে রাহুল গান্ধি ভারত বিরোধী কথা বলেছেন বলে অভিযোগ ওঠে ৷ এই নিয়ে বিজেপির তরফে রাহুলের জবাবদিহি চাওয়া হয় ৷ সংসদের বাজেট অধিবেশন এই নিয়ে উত্তপ্ত হয় ৷ বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ কার্যত এই নিয়ে কেন্দ্রের দাবি ও বিরোধীদের আদানি ইস্যুতে বিক্ষোভের জেরে বাতিল হয়ে যায় ৷

সামনেই সংসদের বাদল অধিবেশন ৷ সেখানেও বিরোধীরা আদানি ইস্যুতে সরব হবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ৷ এবার দেখার বিজেপিও রাহুল গান্ধির মার্কিন যুক্তরাষ্ট্রে করা বিভিন্ন মন্তব্য নিয়ে সংসদের অন্দরে আওয়াজ তোলে কি না !

আরও পড়ুন:'প্রধানমন্ত্রী ঈশ্বরকেও বোঝাতে পারেন, কীভাবে জগৎ চলছে', ব্রিটেনের পর আমেরিকায় রাহুল

ABOUT THE AUTHOR

...view details