পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bhupinder Singh Died: কিংবদন্তি গজলশিল্পী ভূপিন্দর সিং প্রয়াত - কিংবদন্তি গজলশিল্পী ভূপিন্দর সিং প্রয়াত

সোমবার সন্ধে 7টা 45 মিনিট নাগাদ হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভূপিন্দর সিং'য়ের ৷ বলিউডের একাধিক ছবিতে তাঁর নেপথ্য কণ্ঠ শ্রোতাদের আজও আচ্ছন্ন করলেও মূলত গজল শিল্পী হিসেবেই পরিচিত ছিলেন পঞ্জাবের এই শিল্পী ৷

Bhupinder Singh Died
কিংবদন্তি গজলশিল্পী ভূপিন্দর সিং প্রয়াত

By

Published : Jul 18, 2022, 11:09 PM IST

মুম্বই, 18 জুলাই: বয়সজনিত একগুচ্ছ রোগ নিয়ে দিনকয়েক ধরে ভর্তি ছিলেন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ৷ সোমবার সন্ধে 7টা 45 মিনিট নাগাদ হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভূপিন্দর সিং'য়ের ৷ বলিউডের একাধিক ছবিতে তাঁর নেপথ্য কণ্ঠ শ্রোতাদের আজও আচ্ছন্ন করলেও মূলত গজল শিল্পী হিসেবেই পরিচিত ছিলেন পঞ্জাবের এই শিল্পী ৷ 82-তে থামল তাঁর বর্ণময় সঙ্গীত সফর (Veteran singer Bhupinder Singh passes away in Mumbai) ৷

একাধিক শারীরিক সমস্যা থাকলেও মূলত প্রস্রাবজনিত সমস্যায় বেশ কিছুদিন যাবৎ ভুগছিলেন শিল্পী ৷ কোলন ক্য়ানসারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না ৷ মৃত্যুর পর সংবাদসংস্থাকে জানিয়েছেন স্ত্রী মিতালি মুখোপাধ্যায় ৷ শিল্পীর শেষকৃত্য কবে, কোথায় সম্পন্ন হবে; সে ব্যাপারে যদিও পরিবারের তরফে কিছু জানানো হয়নি ৷ উল্লেখ্য, প্রয়াত শিল্পীর স্ত্রী মিতালি মুখোপাধ্যায়ও বাংলাদেশের একজন প্রখ্য়াত সঙ্গীতশিল্পী ৷ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর প্লে-ব্য়াক থেকে সরে এসে স্ত্রী-র সঙ্গে ভূপিন্দর সিং'য়ের লাইভ পারফরম্য়ান্স যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল সঙ্গীতপ্রেমীদের মধ্যে ৷

আরও পড়ুন: সাঁতারে রেকর্ড ভাঙল ছেলে, প্রশংসায় ভরালেন মাধবন

প্রয়াত ভূপিন্দর সিং এবং মিতালি মুখোপাধ্যায়ের পুত্র নিহাল সিংও একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ৷ প্লে-ব্য়াক থেকে সরে আসার আগে 'মৌসম', 'সাত্তে পে সাত্তা', 'দুরিয়া', 'হকিকত', 'আহিস্তা আহিস্তা' ছবিতে তাঁর ভারী কণ্ঠ শ্রোতামহলে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছিল ৷ প্রয়াত ভূপিন্দর সিং'য়ের জনপ্রিয় বলিউড ট্র্যাকগুলির মধ্যে 'হোকে মজবুর মুঝে', 'উসনে বুলায়া হোগা', 'দিল ঢুন্ডতা হ্য়ায়', 'দুখি পে দুখি হো ইয়া সাত্তে পে সাত্তা' উল্লেখযোগ্য ৷ পাশাপাশি তাঁর নিজস্ব মিউজিক অ্যালবামও প্রয়াত শিল্পীর জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details