পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রথ থেমেছিল, আন্দোলন নয়! মন্দির উদ্বোধনের আগে স্মৃতিতে ডুব আদবানির

Ram Mandir Consecration: রামমন্দির উদ্বোধনের দিন এগিয়ে আসছে ৷ এই সময়ে কলম ধরলেন রামজন্মভূমি আন্দোলনের অন্যতম প্রধান পুরোহিত লালকৃষ্ণ আদবানি ৷

ETV Bharat
লালকৃষ্ণ আদবানি

By PTI

Published : Jan 13, 2024, 3:38 PM IST

Updated : Jan 13, 2024, 7:47 PM IST

নয়াদিল্লি, 13 জানুয়ারি: ধর্ম নিয়ে রাজনীতির প্রশ্ন সেদিনও ছিল ৷ 33 বছর পর আজ যখন রামমন্দির উদ্বোধনের সময় এগিয়ে আসছে, তখনও ঠিক সেই প্রশ্নই উঠেছে ৷ এমন আবহে রামজন্মভূমি আন্দোলন নিয়ে স্মৃতিচারণা করলেন আন্দোলনের অন্যতম পুরোধা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি ৷

শীতাতপ নিয়ন্ত্রিত রথটা সেদিন থেমে গিয়েছিল ৷ তবে অযোধ্যার যে জায়গায় রামমন্দির নির্মাণ করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, আজ সেই জায়গায় সেই পূরণ হতে চলেছে ৷ আজ থেকে 33 বছর আগের কথা ৷ 2024 সালে রামমন্দির নির্মাণের অন্যতম প্রধান পুরোধা লালকৃষ্ণ আদবানির বয়স 96 ৷ জানুয়ারি মাসের 22 তারিখ প্রাণ প্রতিষ্ঠা হবে রাম লালার ৷ প্রথমে জানা গিয়েছিল নবতিপর বিজেপি নেতা অনুষ্ঠানে থাকবেন না ৷ পরে অবশ্য সংশয়ের অবসান হয় ৷ জানা যায়, বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা তথা দ্বিতীয় সভাপতি আদবানি আসবেন অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে ৷ আর এমন সময়ে সেদিনের অন্যতম পুরোধা আজ কলম ধরলেন ৷ রামমন্দির নিয়ে লালকৃষ্ণ আদবানি একটি প্রবন্ধ লিখেছেন। তার নাম 'শ্রী রাম মন্দির: ফুলফিলমেন্ট অফ ডিভাইন ড্রিম' ৷

সালটা 1990 ৷ 25 সেপ্টেম্বরের রোদ ঝকঝকে দিনে গুজরাতের সোমনাথ থেকে সুসজ্জিত টয়োটা গাড়ি নিয়ে রাম রথ যাত্রা শুরু করেছিলেন তৎকালীন বিজেপি সভাপতি লালকৃষ্ণ ৷ পাশে ছিলেন প্রমোদ মহাজন ৷ ছিলেন আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ প্রায় 1 হাজার কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যায় পৌঁছনোর কথা ছিল ৷ তা হয়নি ৷ বিহারের সমস্তিপুরে তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব আদবানিকে গ্রেফতারের নির্দেশ দেন ৷ সেটাই ছিল রামজন্মভূমি আন্দোলনের প্রথম যাত্রা ৷ এরপর কেন্দ্রের বিশ্বনাথ প্রতাপ সিংয়ের জোট সরকার থেকে সরে আসে বিজেপি। সরকার পড়ে যায়। শুধু তাই নয়, ঠিক এভাবেই রাম মন্দির এবং তাকে ঘিরে হওয়া রথ যাত্রা ভারতীয় রাজনীতিতে বারবার নাড়িয়ে দিয়েছে।

আর ক'দিন পরে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে ৷ সেই সময় রামজন্মভূমি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল অযোধ্যা ৷ আর দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও রামমন্দির ঘিরে হইচই চলছে ৷ লোকসভা ভোটের আগে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি ৷ একাধিক বিরোধী রাজনৈতিক দল এই অভিযোগ তুলছে ৷ এমন সময়ে স্মৃতিমেদুর লালকৃষ্ণ আদবানি লিখলেন, "একদিকে রামজন্মভূমি আন্দোলন জনপ্রিয় হয়ে উঠল, বিপুল সমর্থনও পেল ৷ অন্যদিকে, বহু রাজনৈতিক দল একে সমর্থন জানাতে কুণ্ঠা বোধ করেছিল ৷ তারা ভয় পেয়েছিল রামজন্মভূমি আন্দোলনকে সমর্থন করলে মুসলিম ভোট হাতছাড়া হয়ে যাবে ৷ তারা ভোট-ব্যাংকের রাজনীতির লোভেই থেমে গেল ৷ আর সেটা করল ধর্মনিরপেক্ষতাকে শিখণ্ডি করেই ৷"

আরও পড়ুন:

  1. 'ইন্ডিয়া' জোটের আহ্বায়ক হওয়ার প্রস্তাব ফেরালেন নীতীশ
  2. মন্দিরের মেঝে মুছলেন মোদি, রাম ভজনে বাজালেন করতাল; ভাইরাল ভিডিয়ো
  3. টাইমস স্কোয়ার থেকে আইফেল টাওয়ার, রামলালার প্রাণ প্রতিষ্ঠার সম্প্রচারণ শতাধিক দেশে
Last Updated : Jan 13, 2024, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details