তিরুবনন্তপুরম, 19 মে :কোভিড রুখতে সফলভাবে কাজ করে প্রশংসা কুড়োলেও কেরালায় এলডিএফ সরকারের নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি কেকে শৈলজার ৷ একমাত্র মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ছাড়া মন্ত্রিসভার সব মন্ত্রীই নতুন মুখ ৷ তাঁদের মধ্যে সিপিএম বিধায়ক বীণা জর্জ শৈলজার উত্তরাধিকারী হচ্ছেন বলে খবর ৷ বিশেষ একটি সূত্রের দাবি, কোভিড আবহে স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ দফতর পেতে চলেছেন বীণা ৷ এই খবর প্রকাশ্যে আসতেই বীণাকে শুভেচ্ছা জানিয়েছেন শৈলজা ৷
জানা যাচ্ছে যে, পিনারাই বিজয়ন নিজের কাছেই রাখছেন স্বরাষ্ট্র, সংখ্যালঘু উন্নয়ন ও তথ্য-প্রযুক্তি দফতর ৷ অর্থ দফতর কেএন বালগোপাল, আইন পি রাজীব ও ক্রীড়া ভি আবদুররহমান পাচ্ছেন বলে খবর ৷