পিলভিট (উত্তরপ্রদেশ), 5 ডিসেম্বর: উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারকে ফের একবার আক্রমণা করলেন পিলভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধি (Varun Gandhi Criticise UP Government) ৷ যেখানে টুইটারে চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের (lathi charge on Job Seekers in Lucknow) ভিডিয়ো শেয়ার করেছেন বরুণ ৷ প্রসঙ্গত, উত্তরপ্রদেশে শিক্ষকের খালি পদে নিয়োগের দাবিতে শনিবার সন্ধ্যায় মোমবাতি মিছিল করেন চাকরিপ্রার্থীরা ৷ অভিযোগ সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে ৷
প্রসঙ্গত, শনিবার লখনউ বিজেপি অফিসের বাইরে ঘেরাও করেন চাকরিপ্রার্থীরা ৷ উত্তরপ্রদেশের সাধারণ শিক্ষা দফতরের অন্তর্গত 69 হাজার নিয়োগ করা হচ্ছে ৷ চাকরিপ্রার্থীদের দাবি ছিল, সেখানে আরও 22 হাজার জনকে নিয়োগ করা হোক ৷ সেই নিয়েই শনিবার সন্ধ্যায় বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা ৷ কিন্তু, সেই আন্দোলনে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে নিজের দলের বিরুদ্ধেই সরব হয়েছেন বরুণ গান্ধি ৷