পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভীমা কোরেগাঁও মামলায় 3 বছর পর জামিন ভারভারা রাওকে - ভারভারা রাও

শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেলেন কবি তথা সমাজকর্মী ভারভারা রাও ৷ আজ বোম্বে হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছে ৷

varavara-rao-81-year-old-poet-activist-granted-bail-by-bombay-high-court-in-bhima-koregaon-case
ভীমা কোরেগাঁও মামলায় 3 বছর পর জামিন ভারভারা রাওকে

By

Published : Feb 22, 2021, 12:50 PM IST

মুম্বই, 22 ফেব্রুয়ারি: ভীমা কোরেগাঁও মামলায় অবশেষে জামিন পেলেন 81 বছরের কবি ও সমাজকর্মী ভারভারা রাও ৷ আজ বোম্বে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে ৷ তবে, ভারভারা রাওকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে ৷ আদালতের তরফে মুম্বই ছেড়ে যেতে নিষেধ করা হয়েছে ৷ পাশাপাশি তদন্তের স্বার্থে তাঁকে যেন সবসময় পাওয়া যায়, তেমন নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে ৷

প্রসঙ্গত, ফেব্রুয়ারির শুরুতে বোম্বে হাইকোর্টে ভারভারা রাওয়ের জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী ইন্দিরা জয়সিং ৷ সেই আবেদনে তিনি উল্লেখ করেছিলেন, গত বছর ফেব্রুয়ারি থেকে এবছর ফেব্রুয়ারি মাসের মধ্যে 149দিন তিনি হাসপাতালে অসুস্থ অবস্থায় কাটিয়েছেন ৷ তাই মহারাষ্ট্রের তালোজা সংশোধনাগার থেকে ভারভারা রাওকে যাতে মুক্তি দেওয়া হয় এবং তাঁকে পরিবারের সঙ্গে হায়দরাবাদে থাকতে অনুমতি দেওয়া হয় ৷

আরও পড়ুন :ভারভারা রাওয়ের বয়স ও শারীরিক অবস্থা বিচার করা হোক, মত বোম্বে হাইকোর্টের

2017 সালে 31 ডিসেম্বর পুণেতে এলগার পরিষদের কনক্লেভে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে ভারভারা রাওয়ের বিরুদ্ধে ৷ পুলিশ তাঁর বিরুদ্ধে মামলায় অভিযোগ আনে, ভারভারা রাও-এর ওই বক্তব্যের পরদিন ভীমা কোরেগাঁও-তে অশান্তির ঘটনা ঘটে ৷ পরবর্তী সময়ে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় এনআইএ-র হাতে ৷

ABOUT THE AUTHOR

...view details