বারাণসী, 17 ই নভেম্বর:জ্ঞানব্যাপী মসজিদ মামলায় (Gyanvapi Mosque Case) আদালতে ধাক্কা খেল অঞ্জুমান ইসলামিয়া মসজিদ কমিটি (Anjuman Islamia Masjid Committee) ৷ জ্ঞানব্যাপী মসজিদ চত্বরের অধিকার দাবি করে হিন্দু পক্ষ যে মামলা করেছে, তার সারবত্তা নিয়েই প্রশ্ন তুলে পালটা আদালতে চ্য়ালেঞ্জ করেছিলেন কমিটির আইনজীবীরা ৷ বৃহস্পতিবার এই পালটা আবেদন বাতিল করে দেয় বারাণসী ফাস্ট ট্র্যাক কোর্ট (Varanasi Fast Track Court) ৷ এই মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 2 ডিসেম্বর ৷
সংশ্লিষ্ট হিন্দু পক্ষের দাবি, জ্ঞানব্যাপী মসজিদ চত্বরেই তারা একটি 'শিবলিঙ্গ' (Shivling) খুঁজে পেয়েছে ! যদিও এই দাবি ভিত্তিহীন বলে পালটা আদালতকে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ ৷ তাদের বক্তব্য, যে স্থাপত্যটিকে শিবলিঙ্গ বলে দাবি করা হচ্ছে, সেটি আদতে একটি ফোয়ারা ৷ আকৃতিগত বৈশিষ্ট্য়ের জন্যই সেটিকে শিবলিঙ্গ বলে ভ্রান্তি তৈরি হয়েছে ৷ কিন্তু, হিন্দু পক্ষ এসব শুনতে নারাজ ৷ তাদের দাবি, যেহেতু মসজিদ চত্বরে 'শিবলিঙ্গ' খুঁজে পাওয়া গিয়েছে, তাই মসজিদের ওই অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদেরই দিতে হবে ৷ এরই বিরোধিতা করে পালটা আদালতে আবেদন করে সংশ্লিষ্ট মসজিদ কমিটি ৷