প্রতি বছর রেকর্ড গড়তে চায় বাস্তবের 'ভাইরাস' কোটা, 6 জানুয়ারি: অ্যাম্বিডেক্সট্রাস । সোজা বাংলায় বললে সব্যসাচী । অর্থাৎ, যাদের দু'হাত সমান চলে । কিন্তু, এই দু'হাতের সঙ্গে যদি যোগ দেয় মাথাও, তাহলে বিষয়টা ঠিক কী দাঁড়ায় ভেবে দেখেছেন ? এই জটিল বিষয় ভাবার থেকে ঢের সহজ একটা চরিত্রকে মনে করা । ভীরু সহস্ত্রবুদ্ধে বা ভাইরাস । ইম্পেরিয়াল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ । থ্রি ইডিয়টস সিনেমার এই চরিত্র অবলীলায় দু'হাতে লিখতেন । বোর্ডে নামিয়ে দিতেন একের পর এক জটিল সমীকরণের সমাধান (Vanshika Sharma aims to win at least one world record every year) ।
ভাইরাসের সেই বিরল প্রতিভারই এবার দেখা মিলল বাস্তবে । রাজস্থানের ঝুনঝুনুর বাসিন্দা ভানসিকা শর্মা । ক্লাস 12-এর ছাত্রী চোখের পলকে সমাধান করে দেয় জটিল সমস্যার । বোর্ডে দু'হাতে দুরকম অঙ্ক কষে সে । সোজা কথায় সংখ্যা নিয়ে খেলা করে সে । ইতিমধ্যেই জটিল অঙ্কের সমাধান করে একাধিক রেকর্ডের মালকিন হয়েছে সে ।
সংখ্যার জগতে ভানসিকার এই সফরের শুরুটা 2018 সালে । 14 এপ্রিল মাত্র 39 সেকেন্ডে 11 অঙ্কের একটি সংখ্যার নামতা লিখে ফেলেছিল সে । সেখানেই অবশ্য থামেনি এই বিরল কন্যা । এখনও পর্যন্ত তাঁর নামের পাশে রেকর্ডের সংখ্যাটা 8 । 20 ফুট লম্বা কাগজে 280 অঙ্কের একটি সংখ্যার নামতা লেখার রেকর্ডও তার পকেটেই ।
চোখের পলকে করে ফেলে জটিল সমাধান ইটিভি ভারতের সঙ্গে কথোপকথনে ভানসিকা বলে, "ছোটবেলা থেকেই বিভিন্ন রকম রেকর্ডের গল্প জানার প্রতি আমার আগ্রহ ছিল । তখনও জানতাম না যে একদিন আমার নামের পাশেও রেকর্ড থাকবে । প্রথম যে রেকর্ড করি, তারপর থেকে প্রতি বছর গড়ে 2-3টি রেকর্ড গড়েছি । আমার ইচ্ছে, প্রতিবছর অন্তত 1টি করে রেকর্ড গড়া । কী রেকর্ড করব তা এখনও ঠিক করিনি । তবে যাই রেকর্ড গড়ি, তা অঙ্কভিত্তিকই হবে ।"
আরও পড়ুন: অঙ্কে ভীতি ? পড়ুয়াদের নতুন দিশা দেখাতে পারে বৈদিক গণিতবিদ্যা
তার এহেন কৃতিত্বই তাকে বিখ্যাত করে তুলেছে । দেশের দ্বিতীয় শকুন্তলা দেবী বলে তাকে ডাকতে শুরু করেছে লোকজন । এমনকী তার প্রতিভায় মুগ্ধ রাজনীতিবিদরাও । রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, লোকসভার স্পিকার ওম বিড়লা তাকে শুভেচ্ছা জানিয়েছেন । এমনকী সফরকালে তার প্রতিভার সঙ্গে পরিচিত হয়েছেন ফ্রান্সের রাজপুত্রও ।
ক্লাস 12 । পড়ার চাপ স্বাভাবিক ভাবেই বেড়েছে । পাশাপাশি কোটাতে আইআইটি'র জন্যও প্রশিক্ষণ নিচ্ছে ভানসিকা । তারমধ্যে শুরু রেকর্ড গড়া নয়, একাধিক বইও লিখে ফেলেছে সে । ইতিমধ্যেই তার হাত থেকে বেড়িয়েছে অঙ্কের বিভিন্ন জটিল প্রশ্নের সহজ সমাধান সংক্রান্ত 16টি বই । যেগুলি শুধুমাত্র দু'মলাটে ছেপে বেরোনোর অপেক্ষা ।