জবলপুর, 27 অগস্ট: বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গতি ছাড়াল 180 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ শুক্রবার ভারতে নির্মিত এই ট্রেনের টেস্ট রান হয় ৷ তার ছবি পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Vande Bharat train records 180 kmph speed in trial run) ৷
টুইটারে তিনি (Ashwini Vaishnaw Tweets) একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে দেখা যাচ্ছে স্পিড মাপার যন্ত্রের কাঁটা 180 ছাড়িয়ে যাচ্ছে ৷ পাশে রাখা একটি কাচের গ্লাসে জল ভর্তি ৷ তীব্র গতিতে ছুটছে ট্রেন ৷ কিন্তু গ্লাসের জল কোনওভাবে পড়ছে না ৷ ট্রেনের জানলাতেও কোনও ফাটল ধরেনি ৷ এ নিয়ে অশ্বিনী বৈষ্ণব টুইটে লেখেন, "এর মান যথেষ্ট উন্নত ৷ গ্লাসের দিকে দেখুন ৷ 180 কিলোমিটার/ঘণ্টা গতিতেও স্থিতিশীল অবস্থায় রয়েছে ৷"
প্রাথমিক চেকআপে কোটা-নাগডা রেলওয়ে সেকশনে (Kota Division) বিভিন্ন স্পিড মাত্রায় বন্দে ভারতের ট্রায়াল (Vande Bharat Trial Run) নেওয়া হয় ৷ রিসার্চ, ডিজাইন এবং স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন- আরডিএসও (SRDO) দল একেবারে নতুন ডিজাইনের বন্দে ভারতের 16টি বগি নিয়ে 180 কিমি প্রতি ঘণ্টায় ট্রায়াল চালান ৷