আলওয়ার (রাজস্থান), 20 মে: দিল্লি থেকে আজমেরগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ষাঁড়ের সংঘর্ষ ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বান্দিকুই স্টেশনের কাছে । এতে ট্রেনের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় । মৃত্যু হয়েছে ষাঁড়টির ৷ তবে বন্দে ভারত এক্সপ্রেসটি মেরামত করে শনিবার সকালে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে । রেলওয়ে গ্রামবাসীদের কাছে তাদের পোষ্যদের রেলপথ থেকে দূরে রাখার জন্য আবেদন করেছে ।
জানা গিয়েছে, এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি দিল্লি-আজমেরের মধ্যে চলাচল করে । শুক্রবার রাতে বান্দিকুইয়ের কাছে দিল্লি থেকে আজমেরগামী ওই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ষাঁড়ের সংঘর্ষ হয় । তা এতটাই জোরাল ছিল যে ট্রেনের এয়ার ব্রেক-সহ ইঞ্জিনের ভিতরের অনেক জিনিস ক্ষতিগ্রস্ত হয় । বিষয়টি রেলওয়ে কর্মী ও কর্মকর্তাদের জানানো হয় । ঘটনাস্থলে পৌঁছন বান্দিকুই স্টেশনের কর্মীরা । রেললাইন থেকে ষাঁড়ের দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয় । ট্রেনটি পরীক্ষা করেন আধিকারিকরা । এরপর ট্রেনটি জয়পুরে পাঠানো হয় । এ সময় ট্রেনটি প্রায় 15 মিনিট থমকে যায়। এর জেরে বিপাকে পড়তে হয়েছে ট্রেনে থাকা যাত্রীদের । রেলওয়ে কর্মীরা রাতে ট্রেনের মেরামত কাজ করেন এবং শনিবার সকালে নির্ধারিত সময়ে আবার ট্রেন চলাচল শুরু হয় ।