পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Vande Bharat Express: মোদির সাধের বন্দে ভারতে ষাঁড়ের ধাক্কা, 15 মিনিট থমকে ট্রেন - বন্দে ভারত এক্সপ্রেস

বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সঙ্গে ষাঁড়ের ধাক্কায় বিপত্তি ৷ থমকালো ট্রেন, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ৷

ETV Bharat
Vande Bharat Express

By

Published : Oct 29, 2022, 3:56 PM IST

মুম্বই, 29 অক্টোবর: ষাঁড়ের সঙ্গে ধাক্কায় থমকে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের বন্দে ভারত এক্সপ্রেসের গতি ৷ শনিবার সকাল 8টা 17 মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে মুম্বই সেন্ট্রাল ডিভিশনের অতুল স্টেশনের কাছে ৷ ট্রেনটি মুম্বই থেকে গুজরাতের গান্ধিনগরে যাচ্ছিল (Vande Bharat Express hits cattle near Atul station) ৷

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার জেরে প্রায় 15 মিনিট থমকে ছিল গান্ধিনগরগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি (Vande Bharat Express) ৷ ষাঁড়ের সঙ্গে ধাক্কায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটির ইঞ্জিন ৷ উল্লেখ্য, এর আগেও বন্দে ভারতের সঙ্গে গরু ও মোষের ধাক্কা লেগেছে ৷ অর্থাৎ গত এক মাসে তিনবার একইভাবে থমকে গেল মোদির সাধের ট্রেন ৷

আরও পড়ুন: সন্ধে নামলেই 'অন্ধকূপ' হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন

উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, গরু, মোষের সঙ্গে এধরনের ধাক্কা এড়ানো সম্ভব নয়, ট্রেনটির ডিজাইনের সময় এই বিষয়টি মাথায় রাখা হয়েছিল ৷ ঘণ্টায় 160 কিমি বেগে ছুটতে পারে জাপানের বুলেট ট্রেনের আদলে তৈরি এই ট্রেন ৷

ABOUT THE AUTHOR

...view details