মুম্বই, 29 অক্টোবর: ষাঁড়ের সঙ্গে ধাক্কায় থমকে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের বন্দে ভারত এক্সপ্রেসের গতি ৷ শনিবার সকাল 8টা 17 মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে মুম্বই সেন্ট্রাল ডিভিশনের অতুল স্টেশনের কাছে ৷ ট্রেনটি মুম্বই থেকে গুজরাতের গান্ধিনগরে যাচ্ছিল (Vande Bharat Express hits cattle near Atul station) ৷
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার জেরে প্রায় 15 মিনিট থমকে ছিল গান্ধিনগরগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি (Vande Bharat Express) ৷ ষাঁড়ের সঙ্গে ধাক্কায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটির ইঞ্জিন ৷ উল্লেখ্য, এর আগেও বন্দে ভারতের সঙ্গে গরু ও মোষের ধাক্কা লেগেছে ৷ অর্থাৎ গত এক মাসে তিনবার একইভাবে থমকে গেল মোদির সাধের ট্রেন ৷