নয়াদিল্লি, 2 নভেম্বর : পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও অসহায় আত্মসমর্পণ ৷ সবমিলিয়ে মিরাকেল না হলে সেমিফাইনালের আগেই কুড়ি-বিশের বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে ভারত ৷ তারপরেই সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকির মুখে পড়েছেন বিরুষ্কার ন'মাসের মেয়ে ভামিকাও ৷ তারপরেই এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন নেটিজেনরা ৷ প্রতিবাদ জানিয়ে টুইটারে বিরাটকে খোলা চিঠি লিখেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি মহিলা কমিশনও ৷ কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়েছে দিল্লি পুলিশকে ৷ ওই নেটিজেন সম্পর্কে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে দিল্লি পুলিশের কাছে ৷
আরও পড়ুন : KL Rahul : নেতৃত্বে রাহুল, নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত বিশ্রামে সিনিয়ররা
দিল্লির মহিলা প্যানেল ডেপুটি কমিশনার অফ পুলিশকে (সাইবার) নোটিশ পাঠিয়েছে । সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে দলের পরাজয়ের পর থেকেই বিরাট কোহলির ন'মাস বয়সী মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । দিল্লি মহিলা কমিশন (DCW) চেয়ারপার্সন স্বাতি মালিওয়াল বলেছেন, "জানা গিয়েছে যে তিনি সতীর্থ শামির অবিরাম ট্রোলিংয়ের বিরুদ্ধে কথা বলার কারণে বিরাটকেও আক্রমণ করা হচ্ছে ৷ এটা অত্যন্ত গুরুতর বিষয় এবং অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা দরকার ৷" বিষয়টির গুরুত্ব বিবেচনা করে, 6 নভেম্বরের মধ্যে কমিশনকে সমস্ত তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে দিল্লি পুলিশকে ৷