পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Valentines Day 2023: অধিকাংশ ভারতীয় মেটাভার্সে ভার্চুয়াল ডেটিং-এ আগ্রহী, কেন ?

সাম্প্রতিক গবেষণা প্রকাশ করে যে ভারতীয়রা মেটাভার্সে (Metaverse) 'ভার্চুয়াল ডেটিং' করতে বেশ আগ্রহী (Virtual Dating in India)। কী এই মেটাভার্স ? গবেষণার রিপোর্ট আর কী বলছে ? জানতে চোখ রাখুন প্রতিবেদনে ৷

Virtual Dating in India ETV bharat
মেটাভার্সে ভার্চুয়াল ডেটিং

By

Published : Feb 13, 2023, 7:36 PM IST

হায়দরাবাদ, 13 ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইনস ডে (Virtual Dating in India) মানেই যে শুধু পার্ক-হোটেল-রেস্তোরাঁয় ডেটিং, তা নয় ৷ ভার্চুয়াল ডেটিং-ও আজকের দিনে ভীষণ ইন ৷ এক্সপ্লোর করা, কেনাকাটা, সোশ্যালাইজিং এবং ভার্চুয়াল কনসার্টে যোগদানের পাশাপাশি ভারতীয়রা মেটাভার্সে (Metaverse) 'ভার্চুয়াল ডেটিং' এক্সপ্লোর করতেও বেশ আগ্রহী । সাম্প্রতিক একটি গবেষণায় এই তথ্যই উঠে এসেছে ৷ একটি আর্থিক পরিষেবা প্রযুক্তি সংস্থার মতে, প্রায় 60 শতাংশ পুরুষ এবং 48 শতাংশ মহিলা মেটাভার্সে ভার্চুয়াল ডেটিং করতে ইচ্ছুক (Valentines Day 2023)।

মেটাভার্স কী ? মেটাভার্স হল একটি ভার্চুয়াল-রিয়েলিটি স্পেস, যেখানে ব্যবহারকারীরা কম্পিউটারাইজড পরিবেশ এবং অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ৷

কেন আকর্ষণ বাড়ছে মেটাভার্সের ? গবেষণায় বলা হয়েছে, যেহেতু অ্যারেঞ্জ ম্য়ারেজ ভারতে একটি সাধারণ ঘটনা এবং ঐতিহ্য মেনে প্রায়ই ডেটিং-এর সুযোগগুলিকে সীমিত করা হয়, সেই কারণে মেটাভার্স লোকেদের সঙ্গে দেখা করার এবং সম্ভাব্য একজন রোমান্টিক সঙ্গী খুঁজে পাওয়ার জন্য একটি নতুন উপায় এনে দেয় ৷ মেটাভার্সের মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়াল বার, ক্লাব এবং অন্যান্য সামাজিক স্থানের মতো বিভিন্ন পরিবেশে প্রতিনিধিত্ব করতে পারেন এবং অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ৷

কী সুবিধে ভার্চুয়াল ডেটিং-এ: লাজুক এবং অন্তর্মুখী ব্যক্তিরা সরাসরি নতুন কারও সঙ্গে দেখা করতে একটু ইতস্তত বোধ করেন ৷ তাই তাঁরা এই ভার্চুয়াল ডেটিং প্ল্যাটফর্মগুলিকে দারুণ ভরসা করেন বলে জানিয়েছে গবেষণা । যদিও ভার্চুয়াল ডেটিং সরাসরি ডেটিং-এর মতো নয়, তবুও এটি লোকেদের সংযোগ এবং সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে ৷

আরও পড়ুন:আজ কিস ডে ! শরীর-মন ভালো রাখতে চুম্বনের জুড়ি মেলা ভার

মেটাভার্সের দিকে ঝুঁকছে বহু ব্র্যান্ড: প্রাথমিক পর্যায়ে মেটাভার্স ডেটিং ভারতে বেশ জনপ্রিয় হয়েছে ৷ Metavibe, Mingout এবং SwoonMe-এর মতো বিভিন্ন প্ল্যাটফর্ম ডেটিং-এর নানা অ্যাপ্রোচকে সামনে তুলে ধরে এবং তাঁদের ব্যবহারকারীদের জন্য নতুন-যুগের ডেটিং অভিজ্ঞতা প্রদানের সুযোগ এনে দেয় । গবেষণায় বলা হয়েছে যে, আরও অনেক ব্র্যান্ড ভারতে গেমিং, ব্যাঙ্কিং, ডেটিং, কেনাকাটা, পণ্য লঞ্চ ইত্যাদির মতো বিভিন্ন পরিষেবা প্রদানের জন্য মেটাভার্সের মতো প্রযুক্তিগুলি অনুসন্ধান ও প্রয়োগ করছে ৷

ABOUT THE AUTHOR

...view details