পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টিকার সংকট কাটাতে কোভ্যাক্সিন উত্পাদনে অন্যান্য কোম্পানিকে আমন্ত্রণ - ভারত বায়োটেক

দেশজুড়ে কোভিড টিকার সংকট কাটাতে এ বার কোভ্যাক্সিন উত্পাদনে অন্যান্য কোম্পানির কাছে খোলা আমন্ত্রণ জানাল কেন্দ্রীয় সরকার ও ভারত বায়োটেক ৷

Vaccine Makers Invited To Produce covid vaccine Covaxin To Address Shortage
টিকার সংকট কাটাতে কোভ্যাক্সিন তৈরিতে অন্যান্য কোম্পানিকে আমন্ত্রণ

By

Published : May 14, 2021, 8:13 AM IST

Updated : May 14, 2021, 8:26 AM IST

নয়াদিল্লি, 14 মে:অন্য়ান্য কোম্পানিদের কোভিড টিকা কোভ্যাক্সিন উত্পাদনের জন্য আমন্ত্রণ জানাল কেন্দ্রীয় সরকার ও ভারত বায়োটেক ৷ সরকারের এক শীর্ষ পরামর্শদাতা জানিয়েছেন, দেশে করোনা আবহে টিকার সংকট কাটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

নীতি আয়োগের সদস্য ড. ভিকে পল জানিয়েছেন, "মানুষ বলছে যে অন্যান্য কোম্পানিকে কোভ্যাক্সিন উত্পাদন করতে দেওয়া হোক ৷ আনন্দের সঙ্গে জানাচ্ছি, কোভ্যাক্সিন প্রস্তুতকারক কোম্পানি ভারত বায়োটেকের সঙ্গে যখন আমরা এ ব্যাপারে আলোচনা করি, তখন তারা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ৷"

তিনি আরও জানিয়েছেন, "এই টিকা তৈরির জন্য বায়োসেফটি লেভেল থ্রি গবেষণাগার প্রয়োজন ৷ সব কোম্পানির কাছে সেটা থাকে না ৷ যারা এটা উত্পাদন করতে চায়, তাদের কাছে খোলা আমন্ত্রণ জানাচ্ছি ৷ যে সব কোম্পানি কোভ্যাক্সিন তৈরি করতে চায়, তাদের একসঙ্গেই এই কাজ করা উচিত ৷ কেন্দ্র এ ব্যাপারে সাহায্য করবে ৷"

আরও পড়ুন:ভারতের আবার উত্থান : চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ

দিনকয়েক আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টিকার ফর্মুলা শেয়ার করতে বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে ৷ তিনি বলেছিলেন, টিকার সংকট কাটাতে অন্যান্য কোম্পানিকে টিকা তৈরির ফর্মুলা দিয়ে তাদেরও টিকা উত্পাদনে করতে দেওয়া হোক ৷

Last Updated : May 14, 2021, 8:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details