পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনার টিকাকরণে কমছে হাসপাতালে ভর্তি হওয়ার ও মৃত্যুর সম্ভাবনা, সমীক্ষায় দাবি ICMR-এর - সমীক্ষা

টিকাকরণের ফলে কমছে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৷ কমছে মৃত্যুর আশঙ্কাও ৷ দেশব্যাপী সমীক্ষায় দাবি ICMR-এর ৷

Vaccination reduces hospitalization, mortality: ICMR
করোনার টিকাকরণে কমছে হাসপাতালে ভর্তি হওয়ার ও মৃত্যুর সম্ভাবনা, সমীক্ষায় দাবি ICMR-এর

By

Published : Jul 16, 2021, 6:07 PM IST

নয়াদিল্লি, 16 জুলাই : যে কোনও সংক্রমণকে বাগে আনার ক্ষেত্রে টিকাকরণ অত্যন্ত জরুরি ৷ এর ফলে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা যেমন কমে, তেমনই কমে মৃত্য়ুর হার ৷ শুক্রবার এমনটাই জানানো হয়েছে ICMR (Indian Council of Medical Research)-এর তরফে ৷

কোভিড আবহে টিকার প্রভাব সম্পর্কে নিশ্চিত হতে একটি সমীক্ষা চালিয়েছিল ICMR ৷ তাতে দেখা যাচ্ছে, যাঁরা করোনা টিকার একটি অথবা দু’টি ডোজ নিয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে ৷ ICMR-এর দাবি, টিকাকরণের পর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সম্ভাবনা মাত্র 9.8 শতাংশ ৷ আর মৃত্য়ু সম্ভাবনা কেবলমাত্র 0.4 শতাংশ ৷

আরও পড়ুন :প্রত্যেক দেশকে সেপ্টেম্বরের ভিতরে জনসংখ্যার 10%-এর টিকাকরণ করতে বলল হু

প্রসঙ্গত, এর আগে কেরল এবং দিল্লির মতো প্রদেশে আঞ্চলিকভাবে করোনার টিকার প্রভাব খতিয়ে দেখতে সমীক্ষা চালানো হয়েছিল ৷ কিন্তু ভারতব্য়াপী এমন সমীক্ষা এটাই প্রথম ৷ ICMR-এর দাবি, টিকাকরণের পর করোনা মোকাবিলায় তা আদৌ কোনও প্রভাব ফেলতে পারে কিনা, সে বিষয়ে নিশ্চিত হতেই এই সমীক্ষা চালানো হয় ৷

সূত্রের খবর, সমীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে প্যাথোলজিক্যাল ল্য়াবরেটরিগুলির সাহায্য নেওয়া হয়েছিল ৷ সেখানে যাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে, তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য়াবলী এক্ষেত্রে কাজে লাগানো হয়েছে ৷ সব মিলিয়ে মোট 17 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের করোনা আক্রান্তদের এই সমীক্ষার আওতায় আনা হয়েছে ৷

আরও পড়ুন :দ্রুত ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়্যান্ট বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা চাপ বাড়াচ্ছে, উদ্বিগ্ন হু

ICMR সূত্রে জানানো হয়েছে, মোট 677 জন কোভিড রোগীর তথ্য যাচাই করে দেখেছে তারা ৷ এঁদের মধ্যে 482 জনের শরীরে করোনার উপসর্গ (symptomatic) ছিল ৷ যা মোট নমুনার প্রায় 71 শতাংশ ৷ অন্যদিকে, 29 শতাংশ রোগীই ছিলেন উপসর্গহীন (asymptomatic) ৷ হিসাব বলছে, করোনার উপসর্গ থাকার মধ্যেও বেশ কিছু তারতম্য ধরা পড়েছে ৷ যেমন সমীক্ষার আওতাভুক্ত রোগীদের মধ্যে 69 শতাংশেরই প্রথমে জ্বর হয় ৷ তারপর সারা শরীরে এবং মাথায় শুরু হয় যন্ত্রণা ৷ বমি ভাব ছিল 56 শতাংশের ৷ কাশিতে ভুগতে হয়েছে 45 শতাংশকে ৷ গলা ব্যথায় কষ্ট পেয়েছেন 37 শতাংশ ৷ স্বাদ ও গন্ধ চলে গিয়েছে 22 শতাংশের ৷ ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন 6 শতাংশ ৷ শ্বাসকষ্টে ভুগেছেন 6 শতাংশ ৷ চোখ জ্বালা এবং চোখ লাল হওয়ার সমস্য়া দেখা গিয়েছে মাত্র 1 শতাংশের মধ্যে ৷

ICMR-এর এই সমীক্ষা থেকেই জানা যাচ্ছে, ভারতের দক্ষিণ, পশ্চিম, পূর্ব এবং উত্তর-পশ্চিম অংশে কাপ্পা এবং ডেল্টা ভ্যারিয়্য়ান্টের প্রভাব বেশি পড়েছে ৷ কিন্তু উত্তর ও মধ্য ভারতে কাপ্পা ও ডেল্টার পাশাপাশি আলফা ভ্য়ারিয়্য়ান্টেরও হদিশ মিলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details