উত্তরকাশী, (উত্তরাখণ্ড),13 নভেম্বর:উত্তরকাশীতে টানেল-দুর্ঘটনায় আটকে পড়া 40 শ্রমিক নিরাপদেই আছেন। উদ্ধরাকাজ জারি রেখেই জানালেন তত্ত্বাবধানে থাকা আধিকারিকরা । এদিকে, সোমবার উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । সবমিলিয়ে মোট 30 ঘণ্টা পার । টানেল দুর্ঘটনায় আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পরই গতি বেড়েছে উদ্ধারকাজে বলে খবর।
তাঁদের জল থেকে শুরু করে খাবার পৌঁছে দেওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার কাজ চালানোর পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় রাখতে পুলিশ কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সেই পুলিশ কন্ট্রোল রুমের তরফ থেকে বলা হয়, টানেলে আটকে থাকা শ্রমিকরা নিরাপদে আছেন। শুধু তাই নয়, তাঁরা নিজেরাই খাবারের ব্যবস্থা করার কথা জানিয়েছেন ওয়াকিটকির মাধ্যমে। সেই মতো কম্প্রেসারের সাহায্যে টানেলের ভিতর খাবার এবং জল পাঠানো হয়েছে।
রবিবার সকালে উত্তরকাশীর টানেলের একটি অংশ ভেঙে পড়ে। সারাদিন ধরে চলে উদ্ধারের কাজ। এরপর এদিন সকাল থেকে নতুন করে উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন । ঠিক কীভাবে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছতে পারা যাবে তার রূপরেখা তৈরি করা হয়েছে। ঠিক হয়েছে, টানেল ভাঙা অংশে ড্রিল মেশিন চালিয়ে ভিতরে প্রবেশ করা হবে। সেভাবেই একটি বিশেষ রাস্তা তৈরি করতে চাইছে প্রশাসন। শ্রমিকরাও সেই রাস্তা ধরেই বাইরে আসবেন।