উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার আটকে পড়া 41 শ্রমিক উত্তরকাশী, 28 নভেম্বর: দীর্ঘ অপেক্ষার অবসান ৷ অবশেষে উদ্ধার করা হল উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা 41 জন শ্রমিককে ৷ সুড়ঙ্গের ভেতরের ধ্বংসস্তূপে ইঁদুরের গর্তের মতো খনন করে পাইপ স্থাপন করেছিলেন উদ্ধারকারীরা ৷ সেই পাইপের মাধ্যমেই অক্ষত অবস্থায় বের করে আনা হচ্ছে শ্রমিকদের ৷ তাঁদের বেরিয়ে আসতে দেখেই উত্তরকাশীর সুড়ঙ্গের বাইরে উচ্ছ্বাস ধরা পড়ে উদ্ধারকারী দল ও শ্রমিকদের পরিবারের সদস্যদের চোখে মুখে ৷
উদ্ধারের পর শ্রমিকদের শারীরিক পরীক্ষা-নীরিক্ষার জন্য প্রস্তুত রাখা হয়েছিল স্থানীয় হাসপাতাল ৷ সুড়ঙ্গের বাইরে সারি বেঁধে তৈরি রাখা ছিল বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ৷ তাতে করেই শ্রমিকদের হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হবে ৷ এ ছাড়াও উদ্ধার হওয়ার শ্রমিকদের এয়ারলিফট করার জন্য সুড়ঙ্গের কাছেই তৈরি আছে বায়ুসেনার চিনুক হেলিকপ্টার ৷ তবে বিকেল সাড়ে চারটের পর যেহেতু এই কপ্টার আকাশে ওড়ানো হয় না, সেই কারণে বুধবার সকালে উদ্ধার হওয়া শ্রমিকদের এয়ারলিফট করা হবে বলে বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে ৷
আশার আলো দেখা গিয়েছিল কয়েকদিন আগে থেকেই ৷ তবে মঙ্গলবার উদ্ধার অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় ৷ স্বয়ং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামিও জানিয়ে দিয়েছিলেন শীঘ্রই উদ্ধার হবেন শ্রমিকরা ৷
উদ্ধার অভিযানের অংশীদার এক কর্মী মঙ্গলবার সন্ধেয় বলেছিলেন, "উদ্ধারকাজ শেষ হয়েছে এবং আটকে পড়া শ্রমিকরা আগামী 15-20 মিনিটের মধ্যেই বেরিয়ে আসতে শুরু করবেন । এনডিআরএফ টিম এখনই কর্মীদের বের করে আনবে । আটকে পড়া 41 জন কর্মীকে উদ্ধার করতে প্রায় আধ ঘণ্টা সময় লাগবে। এখন আর কোনও বাধা নেই...৷" সেই কথা সত্যি করেই রাত 7.53তে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসেন প্রথম শ্রমিক ৷ এরপর একে একে বের করে আনা হয় বাকি 40 জন শ্রমিককে ৷
আরও পড়ুন:
- উদ্ধারের পর রাজ্যের শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর মমতা সরকার, উত্তরকাশীতে পাঠানো হল একটি দল
- চিনুক কপ্টার রাতে উড়বে না, সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে উদ্ধারের পর বুধে 41 শ্রমিককে এয়ারলিফট
- দোরগোড়ায় মাহেন্দ্রক্ষণ, উত্তরকাশীতে 16 দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধারের পথে 41 শ্রমিক