দিল্লি, 11 ফেব্রুয়ারি : তপোবন টানেলে উদ্ধার কাজ ফের থমকে গেল৷ কারণ, উত্তরাখণ্ডের বেশ কিছু নদীতে রবিবারের ওই ঘটনার জেরে জলস্তর বাড়তে শুরু করেছে৷ তাই বিপদের আশঙ্কা করে এই কাজ আপাতত বন্ধ করে এলাকা খালি করার নির্দেশ বৃহস্পতিবার দেওয়া হয়েছে সরকারি তরফে৷
রবিবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় তুষার ধ্বসের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়৷ এর ফলে 200 জন নিখোঁজ হয়েছেন৷ এঁদের মধ্যে 37 জন তপোবন টানেলে আটকে পড়েছেন৷ তাঁদেরই উদ্ধারের কাজ চলছিল৷ সেই কাজই আপাতত থামিয়ে দেওয়া হল৷ যদিও গত তিন ধরে উদ্ধারের কাজ চলছিল ওই টানেলে৷ কিন্তু কাদা-জলে বারবার সমস্যায় পড়ছিলেন উদ্ধারকারীরা৷ এদিকে উদ্ধারকার্য বন্ধ করে দেওয়ার পর তা আবার কখন শুরু হবে জানা যায়নি৷