পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Student Calls Abbu-Ammi: পাঠ্যবই থেকে শিখে বাবাকে 'আব্বু' ও মাকে 'আম্মি' ডাকছে শিশু, অভিযোগ দায়ের অভিভাবকের - Student Calls Abbu Ammi

পাঠ্যপুস্তক দেখে ছেলে বাবাকে আব্বু ও মাকে আম্মি বলে সম্বোধন করছে ৷ এই অভিযোগ জানিয়ে দেরাদুনের জেলাশাসকের দ্বারস্থ হলেন এক অভিভাবক ৷

Student calls parents 'Abbu', 'Ammi' ETV Bharat
বাবাকে 'আব্বু' ও মাকে 'আম্মি' ডাকছে শিশু

By

Published : Apr 6, 2023, 10:56 AM IST

দেরাদুন (উত্তরাখণ্ড), 6 এপ্রিল: সন্তানের ক্লাস 2-এর পাঠ্যপুস্তকের একটি অধ্যায় নিয়ে আপত্তি জানিয়ে জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করলেন দেরাদুনের এক অভিভাবক । তাঁর অভিযোগ, পাঠ্যপুস্তক থেকে শিখে সন্তান তাঁকে 'আব্বু' ও মাকে 'আম্মি' বলে সম্বোধন করছে ৷

মণীশ মিত্তাল নামে ওই ব্যক্তির অভিযোগ, তাঁর ছেলে দিনকয়েক হল তাঁকে 'আব্বু' ও মাকে 'আম্মি' বলে সম্বোধন করতে শুরু করেছে ৷ দ্বিতীয় শ্রেণির ছাত্রদের জন্য গুলমোহর পার্ট II-এর পাঠ্যপুস্তকের অধ্যায়টি পড়ার পর থেকেই তাঁর ছেলে এমন সম্বোধন করছে বলে জানিয়েছেন মণীশ । তিনি জেলাশাসকের অফিসে অভিযোগ দায়ের করে জানিয়েছেন, ছেলে তাঁকে ও তাঁর স্ত্রীকে যথাক্রমে 'আব্বু' ও 'আম্মি' বলে সম্বোধন করায় হতবাক হয়ে যান তাঁরা ৷ পড়ার বই দেখেই তাঁর সন্তান এটা শিখেছে বলে অভিযোগ ওই ব্যক্তির ৷

মণীশ তাঁর অভিযোগে লিখেছেন, "যখন আমার ছেলে আমাকে আব্বু এবং তার মাকে আম্মি বলে ডাকতে শুরু করে - আমরা হতবাক হয়ে গিয়েছিলাম । যখন আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করি যে, সে এই সম্বোধন কোথা থেকে শিখেছে, তখন সে আমাকে তার স্কুলের পাঠ্যপুস্তকের অধ্যায়টি দেখিয়েছিল ৷ আগে আমি এটাকে এতটা গুরুত্ব দিইনি । কিন্তু যখন আমার সন্তান ঘন ঘন আমাকে আব্বু এবং তার মাকে আম্মি বলে ডাকতে শুরু করে, তখন আমরা অবাক হয়ে যাই । তাই আমি দেরাদুনের জেলাশাসকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত নিই ৷"

দেরাদুনের জেলাশাসক মুখ্য শিক্ষা আধিকারিককে বিষয়টি তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন । মণীশের পুত্র দেরাদুনের একটি বেসরকারি স্কুলে পড়ে, যেটি আইসিএসসি-র অনুমোদিত ৷ ছাত্রটির বয়স সাত বছর ।

উত্তরাখণ্ড শিক্ষা দফতরের জেনারেল ম্যানেজার বংশীধর তিওয়ারি বলেছেন যে, দফতর বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযোগের বিশদ পরীক্ষা করার পরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । যে প্রেক্ষাপটে অভিযোগ দায়ের করা হয়েছে শিক্ষা দফতর তা নির্ধারণ করার চেষ্টা করছে বলে জানান তিনি ৷

আরও পড়ুন:অপরাধ করেননি, হয়নি বিচারও; তবু রাত কাটতে পারে জেলে

ABOUT THE AUTHOR

...view details