পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Uttarakhand floods : উত্তরাখণ্ডে বাড়ছে মৃত্যু, মোদির সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

উত্তরাখণ্ডে বৃষ্টি ও ধসে মৃতের সংখ্যা ক্রমে বাড়ছে ৷ আটকে রয়েছেন শতাধিক পর্যটক ৷ আজ মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গোটা পরিস্থিতি জানিয়েছেন ৷

Uttarakhand: several died, houses bridges damaged, CM briefed situation to PM Modi and Amit Shah
উত্তরাখণ্ডে বাড়ছে মৃত্যু, আটকে শতাধিক পর্যটক; মোদির সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

By

Published : Oct 19, 2021, 6:11 PM IST

Updated : Oct 19, 2021, 6:47 PM IST

দেরাদুন, 19 অক্টোবর :নাগাড়ে বৃষ্টির জেরে বানভাসি উত্তরাখণ্ডের পরিস্থিতি ক্রমে ভয়ংকর হয়ে উঠছে ৷ বাড়ছে মৃতের সংখ্যা ৷ এখনও পর্যন্ত 44 জনের মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে শুধু নৈনিতালে মারা গিয়েছেন 30 জন ৷ বন্যাকবলিত এলাকায় এখনও আটকে রয়েছেন বহু মানুষ ৷ গোটা পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানানো হয়েছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ৷ আজ আকাশপথে বানভাসি এলাকাগুলি পরিদর্শন করেন তিনি ৷

আজ শিক্ষামন্ত্রী ধান সিং রাওয়াত ও রাজ্যের শীর্ষ পুলিশকর্তাকে নিয়ে আকাশপথে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷ ফিরে এসে সাংবাদিকদের তিনি জানান, "প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা পরিস্থিতি জানানো হয়েছে ৷ বাড়ি, সেতু-সহ আরও অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ উদ্ধার অভিযান চালানোর জন্য কাজে লাগানো হয়েছে তিনটি হেলিকপ্টারকে ৷" প্রধানমন্ত্রী নিজে ধামির সঙ্গে ফোনে কথা বলে যাবতীয় সাহায্য়ের আশ্বাস দিয়েছেন বলে খবর ৷ মুখ্যমন্ত্রী জানান, "বৃষ্টি-বিপর্যস্ত এলাকা ঘুরে দেখছি ৷ স্থানীয় ও পর্যটকদের উদ্ধার সরকার যাবতীয় ব্যবস্থা নিচ্ছে ৷ প্রধানমন্ত্রীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷ বায়ুসেনার তিনটি হেলিকপ্টার পেয়েছি ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, সন্ধের পর থেকে পরিস্থিতির উন্নতি হবে ৷"

আরও পড়ুন:Kedarnath : কেদারনাথে বেড়াতে গিয়ে আটকে আট বাঙালি পর্যটক

নৈনি লেকের জলে ভাসছে গোটা শহর ৷ জলমগ্ন বহু বাড়িঘর ও রাস্তাঘাট ৷ পুজোর সময় পাহাড়ে বেড়াতে দিয়ে বৃষ্টি ও ধসের কবলে পড়ে আটকে পড়ছেন শতাধিক পর্যটক ৷ উত্তরাখণ্ডের ডিজি অশোক কুমার জানিয়েছেন, রামনগর-রানিক্ষেত রুটে লেমন ট্রি রিসর্টে আটকে রয়েছে শতাধিক পর্যটক ৷ সবাই নিরাপদে রয়েছেন এবং তাঁদের উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ কোশি নদীর জলস্তর ছাপিয়ে গিয়ে রিসর্টের রুট আটকে দেয় ৷ প্রবল বৃষ্টির কারণে কাঠগোদাম-দিল্লি রেললাইনের কিছুটা অংশ আজ প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গৌলা নগীর কাছে হলদওয়ানি এলাকায় ধসের কবলে পড়েছে রেললাইন ৷

আরও পড়ুন:Babul Supriyo : বিজেপি সাংসদ পদে ইস্তফা দিয়ে শুভেন্দুকে আক্রমণ তৃণমূল নেতা বাবুলের

সুখবর একটাই যে, আবহাওয়া দফতর জানিয়েছে আজ থেকেই উত্তরাখণ্ডে বৃষ্টি কমবে ৷ তবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷

আরও পড়ুন:Abortion: ভ্রূণের মধ্যে বাসা বেঁধেছে জটিল রোগ, ছ’মাসের গর্ভবতী মহিলাকে গর্ভপাতে অনুমতি দিল্লি হাইকোর্টের

Last Updated : Oct 19, 2021, 6:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details