নৈনিতাল, 20 অক্টোবর : নাগাড়ে বৃষ্টির জেরে বন্যা ও ধসে উত্তরাখণ্ডে (Uttarakhand) মৃতের সংখ্যা বেড়ে হল 45 ৷ এর মধ্যে নৈনিতালেরই রয়েছেন 30 জন ৷ মৃতদের পরিবার পিছু 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) ৷ আর বন্যায় যাঁদের বাড়ি ভেঙে পড়েছে, তাঁদের পরিবারপিছু এক লাখ 9 হাজার টাকা করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ৷ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ বিকেলে উত্তরাখণ্ডে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷
গতকালই উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ধামি ৷ রাজ্যের গোটা পরিস্থিতি সম্পর্কে মোদি-শাহকে অবগত করেন তিনি ৷ এই সঙ্কটের সময়ে সবরকম সাহায্যের আশ্বাস দেন নমো ৷ বায়ুসেনার তিনটি হেলিকপ্টার উদ্ধারের কাজে পাঠানো হয় ৷ এবার নিজে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন অমিত শাহ ৷ সে রাজ্যের প্রশাসনের সঙ্গে পর্যালোচনা বৈঠক করে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন তিনি ৷ আগামিকাল তিনি আকাশপথে দুর্গত এলাকাগুলি ঘুরে দেখবেন ৷
আকাশপথে গতকালই বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷ করেন পর্যালোচনা বৈঠক ৷ বৈঠকের পর তিনি জানান, "প্রাণহানি, সম্পত্তি ও রাস্তার ক্ষয়ক্ষতি, উদ্ধার অভিযান, রাস্তা চালু করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে ৷ ধসের কারণে মাটি, পাথরের স্তূপে ঢেকেছে রাস্তাঘাট ৷ দ্রুত তা সরিয়ে ফেলে সড়কপথে পরিবহন চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের ৷"
আরও পড়ুন:Uttarakhand floods : উত্তরাখণ্ডে বাড়ছে মৃত্যু, মোদির সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর