পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Uttarkashi Tunnel Accident: উত্তরকাশীর টানেল দুর্ঘটনার তদন্তে 6 সদস্যের কমিটি, উদ্ধারকার্য পর্যালোচনা মুখ্যমন্ত্রীর

Investigation of Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশীর টানেল দুর্ঘটনার তদন্তভার দেওয়া হল 6 সদস্যের কমিটিকে ৷ পাশাপাশি শ্রমিকদের উদ্ধারকার্য পর্যালোচনা করছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷

Uttarkashi Tunnel Accident
উত্তরকাশীর টানেল দুর্ঘটনা

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 7:32 PM IST

দেরাদুন, 14 নভেম্বর: উত্তরকাশীর টানেল দুর্ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করল উত্তরাখণ্ড সরকার । সিল্কইয়ারার টানেল দুর্ঘটনার তদন্ত করবে 6 সদস্যের কমিটি । তদন্ত কমিটিতে রয়েছেন ভূতত্ত্ববিদ থেকে দুর্যোগ মোকাবিলার বিশেষজ্ঞরা । পাশাপাশি উদ্ধারকার্য পর্যালোচনা করছেন খোদ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ।

টানেল দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন: উত্তরকাশীর ধারাসু ও বারকোটের মধ্যে সিল্কইয়ারাতে টানেল দুর্ঘটনাটি ঘটে ৷ এই ঘটনার তদন্ত করার জন্য উত্তরাখণ্ড ল্যান্ডস্লাইড মিটিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেন্টারের অধিকর্তার নেতৃত্বে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে ৷ সেই কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে । এই কমিটিতে রয়েছেন জেনারেল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডেপুটি ডিরেক্টর মনোনীত অফিসার । দেরাদুনের ওয়াদিয়া হিমালয়ান ইনস্টিটিউট অফ জিওলজি অধিকর্তা কর্তৃক মনোনীত অফিসার । দেরাদুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং অধিকর্তার তরফে মনোনীত অফিসার । ভূতত্ত্ব ও খনি অধিদফতর অধিকর্তা কর্তৃক মনোনীত আধিকারিক । উত্তরাখণ্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির জিওসায়েন্টিস্ট এবং উত্তরাখণ্ড ল্যান্ডস্লাইড মিটিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেন্টারের সিনিয়র ভূ-বিজ্ঞানী তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত হবেন ।

কীভাবে তদন্ত করবে কমিটি: টানেল দুর্ঘটনার তদন্ত কমিটি বিভিন্ন দিক থেকে তদন্ত করবে । এতে বিভিন্ন দেক থেকে নিয়ে ধ্বংসাবশেষের মাটি ও পাথরের নমুনা পরীক্ষা করা হবে । টানেলের ল্যান্ডস্লাইড জোনের ঠিক উপরের পৃষ্ঠে পাহাড়ের অবস্থাও পরীক্ষা করা হবে ।

এগুলি উত্তরকাশী সুড়ঙ্গ দুর্ঘটনার তদন্তে সহায়তা করবে: এর পাশাপাশি গাড়ওয়াল বিভাগের কমিশনারকে উদ্ধার অভিযান চলাকালীন সমস্ত কাজের দায়িত্ব দেওয়া হয়েছে । তদন্ত দলের জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরকাশীর জেলাশাসককে। উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সিনিয়র প্রশাসনিক আধিকারিককে তদন্ত দলের জন্য যানবাহনের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে । পাশাপাশি তদন্তের জন্য পাহারা ও প্রয়োজনীয় জিনিসপত্রের দায়িত্বও বরাদ্দ করা হয়েছে ।

মুখ্যমন্ত্রী উদ্ধার কাজের পর্যালোচনা করেছেন: এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেরাদুনের উত্তরকাশী-যমুনোত্রী সড়কে অবস্থিত সিল্কইয়ারা টানেলে আটকে পড়া 40 জন শ্রমিককে উদ্ধার কাজের পর্যালোচনা করেছেন । মুখ্যমন্ত্রী আধিকারিকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ।

দীপাবলির দিন উত্তরকাশীর সিল্কইয়ারায় চারধাম রোড প্রকল্পের নির্মাণাধীন টানেলে ধস নামে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন 40 জন শ্রমিক । এখনও পর্যন্ত সম্ভব না-হলেও শ্রমিকদের উদ্ধারে জোর তৎপরতা চলছে । উদ্ধারে অগার ড্রিলিং মেশিন বসানো হয়েছে। একইসঙ্গে উদ্ধারকাজের জন্য 900 মিলিমিটার লোহার পাইপও পৌঁছে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আজ অর্থাৎ মঙ্গলবার বা আগামীকাল বুধবারের মধ্যে সুড়ঙ্গের ভেতরে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই মুখ্যমন্ত্রী ধামির কাছ থেকে উদ্ধার অভিযানের খোঁজ নিচ্ছেন ।

আরও পড়ুন:

  1. আটক শ্রমিকদের উদ্ধারে স্টিলের বিশাল পাইপ, অক্সিজেন-জল সরবরাহের পরামর্শ চিকিৎকদের
  2. উত্তরকাশীর টানেল বিপর্যয় ফেরাল সেই নভেম্বরেরই মহাবীর খনি দুর্ঘটনার স্মৃতি
  3. টানেলে আটকে পড়া শ্রমিকরা 'নিরাপদ', উদ্ধারকাজ খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details