পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tricolour on China Border: চিন-নেপাল সীমান্তে 100 ফুটের তেরঙ্গা উত্তোলন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর - Nepal

নেপাল ও চিন সীমান্তে অবস্থিত উত্তরাখণ্ডের পিথোরাগড় ৷ শনিবার সেখানে 100 ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করলেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ৷

uttarakhand-cm-pushkar-dhami-inaugurated-100-feet-high-tricolor-in-pithoragarh-district-bordering-china
Tricolor on China Border: চিন-নেপাল সীমান্তে 100 ফুটের তেরঙ্গা উত্তোলন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

By

Published : Nov 13, 2021, 2:49 PM IST

পিথোরাগড় (উত্তরাখণ্ড), 13 নভেম্বর : চিন-নেপাল সীমান্তে 100 ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করলেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ৷ ওই রাজ্যের পিথোরাগড়ে এই তেরঙ্গা উত্তোলন করা হল শনিবার ৷

আন্তর্জাতিক প্রেক্ষিতে এই পিথোরাগড়ের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ৷ এই জেলায় নেপাল ও চিন সীমান্তে অবস্থিত ৷ বছর খানেক আগে এই জেলার দু’টি জায়গা নিয়ে ভারতের সঙ্গে সীমান্ত বিবাদও হয়েছিল নেপালের ৷ ফলে সেখানে এই জাতীয় পতাকা উত্তোলন আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন :Luizinho Faleiro : রাজ্যসভার শূন্য আসনে গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের

এখানে উল্লেখ করা প্রয়োজন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পিথোরাগড়ে তিনদিনের সফরে গিয়েছেন ৷ সেখানে তিনি একাধিক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করছেন ৷ তারই অঙ্গ ছিল ‘আজাদি কে অমৃত মহোৎসব’ পালন ৷ সেই উপলক্ষ্যেই এই জাতীয় পতাকা তোলা হয় ৷ পরে টুইট করে সেই ছবি প্রকাশ্যে আনেন তিনি ৷ তাঁর দাবি, এই উদ্যোগের ফলে দেশভক্তি আরও দৃঢ় হবে ৷

সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন প্রাতঃভ্রমণেও বেরিয়েছিলেন ৷ সেখানে তিনি শিশুদের সঙ্গে কথা বলেন ৷ তাদের সঙ্গে ছবিও তোলেন ৷ পরে সেই ছবিও তিনি টুইট করেন ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri Violence : লখিমপুরের ঘটনায় পাঁচজনের ছবি প্রকাশ সিটের, সাধারণ মানুষের কাছে পরিচয় জানাতে আর্জি

এছাড়া এই সফরে স্থানীয় সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পুষ্কর সিং ধামী ৷ উন্নয়নের কাজ সংক্রান্ত বিস্তারিত পর্যালোচনা করা হয় ৷ উন্নয়নের কাজে গতি বৃদ্ধিরও নির্দেশ দেন তিনি ৷ তাঁর বক্তব্য, সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা যাতে দ্রুত পান, সেই দিকে নজর দিতে হবে প্রশাসনকে ৷

পিথোরাগড়েই রয়েছে ধামীর আদিবাড়ি ৷ স্থানীয় ডিডিহাট বিকাশখণ্ডে একটি গ্রামে তাঁর আদিবাড়ি বলে জানা গিয়েছে ৷ আজ সেখানে তাঁর যাওয়ার কথা ৷

আরও পড়ুন :Delhi Pollution: দূষণে লাগাম টানতে রাজধানীতে দু’দিনের লকডাউনের সুপারিশ সুপ্রিম কোর্টের

ABOUT THE AUTHOR

...view details