পিথোরাগড় (উত্তরাখণ্ড), 13 নভেম্বর : চিন-নেপাল সীমান্তে 100 ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করলেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ৷ ওই রাজ্যের পিথোরাগড়ে এই তেরঙ্গা উত্তোলন করা হল শনিবার ৷
আন্তর্জাতিক প্রেক্ষিতে এই পিথোরাগড়ের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ৷ এই জেলায় নেপাল ও চিন সীমান্তে অবস্থিত ৷ বছর খানেক আগে এই জেলার দু’টি জায়গা নিয়ে ভারতের সঙ্গে সীমান্ত বিবাদও হয়েছিল নেপালের ৷ ফলে সেখানে এই জাতীয় পতাকা উত্তোলন আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন :Luizinho Faleiro : রাজ্যসভার শূন্য আসনে গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের
এখানে উল্লেখ করা প্রয়োজন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পিথোরাগড়ে তিনদিনের সফরে গিয়েছেন ৷ সেখানে তিনি একাধিক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করছেন ৷ তারই অঙ্গ ছিল ‘আজাদি কে অমৃত মহোৎসব’ পালন ৷ সেই উপলক্ষ্যেই এই জাতীয় পতাকা তোলা হয় ৷ পরে টুইট করে সেই ছবি প্রকাশ্যে আনেন তিনি ৷ তাঁর দাবি, এই উদ্যোগের ফলে দেশভক্তি আরও দৃঢ় হবে ৷