পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SIT on Lakhimpur Kheri: লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র, আদালতে জানাল সিট - লখিমপুর খেরি নিয়ে বিশেষ তদন্তকারী দল

উত্তরপ্রদেশের (Uttar Pradesh news) লখিমপুর খেরির ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র (Lakhimpur Kheri incident was well planned) বলে দাবি করল বিশেষ তদন্তকারী দল (SIT on Lakhimpur Kheri) ৷ অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনার আবেদন জানিয়েছেন তদন্তকারীরা (Lakhimpur Kheri incident update) ৷

Uttar Pradesh's lakhimpur-kheri-incident-was-well-planned-sit
লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র: সিট

By

Published : Dec 14, 2021, 3:09 PM IST

Updated : Dec 14, 2021, 3:30 PM IST

লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 14 ডিসেম্বর: উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র (Lakhimpur Kheri incident was well planned) ৷ দাবি বিশেষ তদন্তকারী দলের ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত আশিস মিশ্রের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে কিছু পরিবর্তন করা প্রয়োজন বলে বিচারককে জানিয়েছে সিট (SIT on Lakhimpur Kheri) ৷ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে-সহ অভিযুক্ত 13 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনার আবেদন জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা (Lakhimpur Kheri incident update) ৷

লখিমপুর খেরির হিংসার ঘটনার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলের অফিসার বিদ্যারাম দিবাকর গত সপ্তাহে সিজেএম আদালতে একটি আবেদন পেশ করেছেন ৷ ভারতীয় দণ্ডবিধির 279, 338 ও 304এ ধারার পরিবর্তে পরোয়ানায় নয়া ধারা আনতে চেয়েছেন তিনি ৷ সেই আবেদনে তদন্তকারী অফিসার এই ঘটনাকে সুপরিকল্পিত ও ইচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন ৷ তাঁর দাবি, গাফিলতি বা উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেনি ৷ পরোয়ানায় ভারতীয় দণ্ডবিধির 307 (খুনের চেষ্টা), 326 (বিপজ্জনক অস্ত্র দিয়ে ইচ্ছাকৃত ভাবে আঘাত করা), 338 এবং 304এ (গাফিলতির কারণে মৃত্যু)-এর ধারা যোগ করতে চেয়েছেন ওই তদন্তকারী অফিসার ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri Violence : লখিমপুরের ঘটনায় পাঁচজনের ছবি প্রকাশ সিটের, সাধারণ মানুষের কাছে পরিচয় জানাতে আর্জি

3 অক্টোবর লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর (Ashish Misra) ছেলে আশিস মিশ্রের (BJP MP Ajay Kumar Misra) বিরুদ্ধে ৷ এই ঘটনায় 4 জন কৃষক মারা যান ৷ এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ তাতে একজন সাংবাদিক-সহ আরও 3 জন মারা যান ৷ সেদিন মোট 8 জন প্রাণ হারিয়েছিলেন ৷ এখনও পর্যন্ত লখিমপুর খেরির ঘটনায় আশিস-সহ 13 জনকে গ্রেফতার করেছে সিট ৷ তাদের লখিমপুর খেরি জেলা সংশোধনাগারে রাখা হয়েছে ৷

আরও পড়ুন :Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে বিচারপতি নিয়োগে যোগী সরকারকে 15 নভেম্বর পর্যন্ত সময় সুপ্রিম কোর্টের

Last Updated : Dec 14, 2021, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details